আর্কাইভ থেকে ফুটবল

বিলবাওকে উড়িয়ে দিয়েছে বার্সেলোনা

ওসমানে ডেম্বেলে নৈপুন্যে লা লিগায় বিলবাওকে উড়িয়ে দিয়েছে বার্সেলোনা। ডেম্বেলে নিজে একটি  আর সতীর্থদের দিয়ে করিয়েছেন আরো তিন গোল- এই চার গোলেই রোববার লা লিগায় এ্যাথলেটিক বিলবাওকে ৪-০ ব্যবধানে     উড়িয়ে দিয়েছে বার্সেলোনা। এই জয়ের পরে লিগ টেবিলের শীর্ষে থাকা রিয়াল মাদ্রিদের থেকে এখনো তিন পয়েন্ট পিছিয়ে রয়েছে কাতালান জায়ান্টরা।

ফরাসি উইঙ্গার ডেম্বেলে কাল নিজেকে যেনো অন্য এক রূপে মাঠে আবির্ভূত করেছেন। কোচ জাভি হার্নান্দেজের অধীনে ডেম্বেলে যেনো নতুন জীবন ফিরে পেয়েছেন। ক্যাম্প ন্যুতে সাবেক বার্সা ও বর্তমান এ্যাথলেটিক ম্যানেজার হিসেবে আর্নেস্টো ভালভার্দে ফিরে আসার পর এটাই প্রথম ম্যাচ ছিল। দলের হয়ে প্রথম গোলটি ডেম্বেলে করেছেন। এরপর প্রথমার্ধে সার্জি রবার্তো ও রবার্ট লিওয়ানদোস্কিকে দিয়ে দুটি গোল করিয়েছেন। দ্বিতয়ার্ধে ফেরান তোরেসের গোলেও সহায়তা করে ম্যাচ সেরা হয়েছে ডেম্বেলে।

এ সম্পর্কিত আরও পড়ুন