প্রেসিডেন্ট ভবনের সামনে অস্ত্রসহ গ্রেপ্তার তরুণী
ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট ভবনের সামনে এক নারী অস্ত্রসহ ঘোরাফেরা করছে এমন অভিযোগ করেছে দেশটির কর্তৃপক্ষ। তবে ওই সময়ে প্রেসিডেন্ট জোকো উইদোদো তার অফিসে ছিলেন না।
মঙ্গলবার (২৫ অক্টোবর) স্থানীয় সময় সকাল ৭টার দিকে ওই নারীকে গ্রেপ্তার করা হয়। তবে তিনি প্রেসিডেন্ট ভবনের মধ্যে প্রবেশ করেনি। বিষয়টি নিশ্চিত করেন প্রেসিডেন্ট অফিসের কর্মকর্তা আলি মোসতার নাবালিন। স্থানীয় সংবাদ মাধ্যমের বরাদ দিয়ে এ খবর জানিয়েছে আল জাজিরা।
তিনি আরও বলেন, ওই নারীর বয়স ২০ বছর। সে নিকাব পরা ছিল। তার সঙ্গে একটি কুরআনও ছিল। সে যখন প্রেসিডেন্ট ভবনের কাছে আসে তখনই বন্দুক বের করে। এ সময় নিরাপত্তা বাহিনী তাকে গ্রেপ্তার করে।
এক পুলিশ কর্মকর্তার বরাত দিয়ে বেরিটাসাটু সংবাদ মাধ্যম জানায়, ওই নারী এফএন পিস্তল বহল করে সরাসরি নিরাপত্তাকর্মীর দিকে হেঁটে যায়। এরপরই সঙ্গে সঙ্গে তাকে গ্রেপ্তার করা হয়।
জার্কাতা পুলিশের একজন মুখপাত্র বলেন, ওই নারীকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে এটা এখন বলা যাচ্ছে না কেন তিনি অস্ত্র বহন করে প্রেসিডেন্ট ভবনের দিকে যাচ্ছিলেন।
বিশ্বের সবচেয়ে বড় মুসলিম অধিবাসীর দেশ ইন্দোনেশিয়া। দেশটিতে এর আগেও এ ধরনের ঘটনা ঘটেছে।