আর্কাইভ থেকে ক্রিকেট

হোটেলে কক্ষের ভিডিও ছড়িয়ে পড়ায় আতঙ্কিত কোহলি

বিশ্বকাপের মাঝে আতঙ্কিত বিরাট কোহলি। তার হোটেলের কক্ষের ভিডিও ছড়িয়ে পড়েছে নেটমাধ্যমে। কয়েক জন তার হোটেলের ঘরে ঢুকে এই ভিডিও করেছে। সেই সময় কোহলি ঘরে ছিলেন না। এ ভাবে তার ঘরের ভিডিও বাইরে চলে আসায় যারপরনাই বিরক্ত ভারতের সাবেক অধিনায়ক। তার প্রশ্ন, যদি হোটেলেই তার গোপনীয়তা রক্ষা না হয়, তা হলে কোথায় গেলে সেটা হবে?

ইনস্টাগ্রামে একটি ভিডিও প্রকাশ করেছেন কোহলি। সেখানে দেখা যাচ্ছে, কয়েক জন কোহলির হোটেলের ঘরে ঢুকে ভিডিও করছেন। ভারতীয় ক্রিকেটারের ব্যক্তিগত সামগ্রীর ভিডিও তুলছেন তারা। তার জুতো, জামা-কাপড়, বিছানা থেকে শুরু করে শৌচগারেরও ভিডিও করা হয়েছে। সেই সময়ই দেখা যায়, কোট-প্যান্ট পরা তিন জন রয়েছেন কোহলির হোটেলের ঘরে। দেখে মনে হচ্ছে, হোটেলেরই কর্মী তাঁরা।

এই ভিডিও প্রকাশ করে কোহলি লিখেছেন, ‘আমি জানি, ভক্তরা সব সময় তাদের প্রিয় খেলোয়াড়কে দেখে আনন্দ পান, তার সঙ্গে দেখা করতে চান। আমি তাকে সম্মান করি। কিন্তু এই ভিডিয়ো দেখে আমি আতঙ্কিত। যদি আমার হোটেলের ঘরেই আমার গোপনীয়তা রক্ষা না হয়, তা হলে কোথায় হবে?’

এই ঘটনায় তিনি যে চরম বিরক্ত, তা বুঝিয়ে দিয়েছেন কোহলি। লিখেছেন, ‘এই ধরনের ভালোবাসা আমি চাই না। এ ভাবে কারও ব্যক্তিগত পরিসরে ঢোকা ঠিক নয়। দয়া করে প্রত্যেকের ব্যক্তিগত পরিসরকে সম্মান করুন। তাদের বিনোদনের পণ্য করে তুলবেন না।’

এই ঘটনায় ক্ষুব্ধ অস্ট্রেলিয়ার ক্রিকেটার ডেভিড ওয়ার্নার। তিনি লিখেছেন, ‘এটা খুব বিরক্তিকর ঘটনা। মেনে নেওয়া যায় না।’

 

View this post on Instagram
 

A post shared by Virat Kohli (@virat.kohli)

এ সম্পর্কিত আরও পড়ুন