শিশুকে ধর্ষণচেষ্টা, প্রতিবেশী কারাগারে
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে। অভিযুক্ত আসামি হাসান আলীকে কারাগারে পাঠিয়েছে পুলিশ।
সোমবার (৩১ অক্টোবর) দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। এর আগে রোববার (৩০ অক্টোবর) রাতে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেন হাতীবান্ধা থানার উপপরিদর্শক আবু বক্কর সিদ্দিক।
তিনি জানান, রোববার সকালে ভুক্তভোগী শিশুটি বাসায় একা ছিল। সেই সুযোগে প্রতিবেশী হাসান শিশুটিকে তার ঘরে নিয়ে গিয়ে ধর্ষণের চেষ্টা করে। এ সময় শিশুর বাড়ির লোকজন চলে এলে তিনি পালিয়ে যায়।
তিনি আরও জানান, ভুক্তভোগী শিশুটিকে রক্তাক্ত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। পরে রাতেই শিশুর বাবা থানায় মামলা দায়ের করেন। এ সময় অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয় হাসানকে।