আর্কাইভ থেকে দেশজুড়ে

অভিজাত এলাকার মাদক সিন্ডিকেটের মূলহোতা আটক

‘অভিজাত এলাকার মাদক সিন্ডিকেটের’ মূলহোতাকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। তবে প্রাথমিকভাবে আটক ব্যক্তির নাম-পরিচয় জানায়নি ডিএনসি।

বুধবার (২ নভেম্বর) সকালে ডিএনসির সহকারী পরিচালক (দক্ষিণ) সুব্রত সরকার শুভ বিষয়টি নিশ্চিত করেন।

সুব্রত সরকার শুভ বলেন, মঙ্গলবার (১ নভেম্বর) রাতে রাজধানীর ওয়ারী এলাকায় অভিযান চালিয়ে ৫০০ গ্রাম আইসসহ (ক্রিস্টাল মেথ) তাকে আটক করা হয়৷ আটক ব্যক্তি অভিজাত এলাকার মাদক সিন্ডিকেটের মূলহোতা।

এ বিষয়ে আজ দুপুরে গেন্ডারিয়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ঢাকা মেট্রো কার্যালয়ে (দক্ষিণ) আয়োজিত সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে বলেও জানান সহকারী পরিচালক সুব্রত সরকার শুভ।

এ সম্পর্কিত আরও পড়ুন