পছন্দমতো পাত্র পেলে বিয়ের ঘোষণা দেব: চাঁদনী
একাধারে মডেল, অভিনেত্রী এবং নৃত্যশিল্পী মেহবুবা মাহনূর চাঁদনী। তিনি দেশীয় শোবিজের একজন পরিচিত মুখ। নন্দিত সংগীতশিল্পী বাপ্পা মজুমদারের সঙ্গে বিচ্ছেদের পর ব্যক্তিজীবনে এখনও একা তিনি। তবে পছন্দমতো পাত্র পেলে আবার বিয়ের ঘোষণা দেবেন এই অভিনেত্রী।
সম্প্রতি একটি গণমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে চাঁদনী বলেন, জীবন থেমে থাকে না। ভেবেচিন্তে পথ চলতে চাই। বিয়ে তো অবশ্যই করব। যদি কেউ আমার জীবনে আসে, পরিবারের সদস্যদের নিয়ে আলোচনা করব। সবকিছু ব্যাটে-বলে মিলে গেলে যেকোনো দিন বিয়ের ঘোষণা দেব।
‘ফ্যামিলি ডিসট্যান্স’ নামের একটি ধারাবাহিক নাটকে দীর্ঘ ছয় বছর পর অভিনয় করেছেন তিনি। এই ধারাবাহিকে মনোরাগ বিশেষজ্ঞের চরিত্রে দেখা যাবে তাকে।
বিরতির কারণ প্রসঙ্গে চাঁদনী জানান, ব্যক্তিগত ব্যস্ততা ও ভালো গল্প না পাওয়ায় ধারাবাহিকে অভিনয় করা হয়ে ওঠেনি। তবে গতানুগতিক নাটকের ভিড়ে ‘ফ্যামিলি ডিসট্যান্স’ অনেকটাই আলাদা।
তিনি আরও বলেন, অভিনয়ে দীর্ঘ বিরতি ছিল বলে অনেকেই মনে করেন, আমি এখন অভিনয় করছি না কিংবা দেশের বাইরে আছি। সে জন্য নির্মাতারা আমার সঙ্গে কম যোগাযোগ করেন।
প্রসঙ্গত, ১৯৯৪ সালে ‘দুখাই’র মাধ্যমে সিনেমায় অভিষেক হয় চাঁদনীর। তার অভিনীত সিনেমার মধ্যে আরও রয়েছে ‘লালসালু’ ও ‘জয়যাত্রা’। দীর্ঘ ক্যারিয়ারে অসংখ্য একক, ধারাবাহিক নাটকে অভিনয় করতে দেখা গেছে তাকে।