সেমিফাইনালে খেলার আশা বাঁচিয়ে রাখলো পাকিস্তান
শাদাব খান, ইফতেখার আহমেদ ও শাহিন শাহ আফ্রিদির নৈপুন্যে টি-টোয়েন্টি বিশ্বকাপে সেমিফাইনালে খেলার আশা বাঁচিয়ে রাখলো পাকিস্তান।
আজ সুপার টুয়েলভে গ্রুপ-২এ নিজেদের চতুর্থ ম্যাচে পাকিস্তান বৃষ্টি আইনে ৩৩ রানে হারিয়েছে দক্ষিণ আফ্রিকাকে। এই জয়ে ৪ খেলায় ৪ পয়েন্ট নিয়ে টেবিলের তৃতীয়স্থানে উঠলো পাকিস্তান। সমানসংখ্যক ম্যাচে ৪ পয়েন্ট রয়েছে বাংলাদেশেরও। তবে রান রেটে পিছিয়ে চতুর্থস্থানে বাংলাদেশ। ৪ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে ভারত। ৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয়স্থানে দক্ষিণ আফ্রিকা।
টুর্নামেন্টে সেমির টিকেট পেতে শেষ রাউন্ডে বাংলাদেশের বিপক্ষে জয় পাওয়া ছাড়া অন্য কোন পথ খোলা নেই পাকিস্তানের সামনে। সেই সাথে শেষ রাউন্ডে ভারত-দক্ষিণ আফ্রিকার মধ্যে একটিকে নিজ-নিজ ম্যাচে হারতে হবে। ভারত হারলে, তখন রান রেটের হিসেবে বসতে হবে পাকিস্তানকে। ভারতের চেয়ে রান রেটে এগিয়ে পাকিস্তান। শেষ ম্যাচে ভারত খেলবে জিম্বাবুয়ের বিপক্ষে।
আগামী ৬ নভেম্বর গ্রুপে নিজেদের শেষ ম্যাচে বাংলাদেশের বিপক্ষে খেলবে পাকিস্তান। একই দিন নেদারল্যান্ডসের বিপক্ষে মাঠে নামবে দক্ষিণ আফ্রিকা।