এ বার শিরোনামে উরফির চুড়ি
নিত্য নতুন পোশাকের ককটেল বির্তকিত মন্তব্যের জন্য বার বার আলোচনায় থাকেরন উরফি জাভেদ। এ বার শিরোনামে উরফির চুড়ি। কিন্তু কী এমন ছিল উরফির চুড়িতে? কোথায় যাচ্ছেন উরফি সেই চুড়ি পরে?
বুধবার ছিল লক আপ খ্যাত অঞ্জলি অরোরার জন্মদিন। সেই উপলক্ষে মুম্বাই শহরে এক বড় সড় পার্টি দেন অঞ্জলি। সেখানেই নিমন্ত্রিত ছিলেন উরফি। সম্প্রতি ‘হায় হায় ইয়ে মজবুরি’ গানে একসঙ্গে তাল মেলাতে দেখা যায় আলোচিত-সমালোচিত দুই কন্যেকে। এই গানে তাদের দু’জনের যুগলবন্দি নিমেষে ছড়িয়ে যায় নেট মাধ্যমে। স্বাভাবিক ভাবেই এই মুহূর্তে উরফি-অঞ্জলি একের অপরের প্রিয় বান্ধবী হয়ে দেখা যাচ্ছে।
অঞ্জলি জন্মদিনে উরফি পোশাকে যেমন চমক ছিল ততটাই চমক ছিল তার চুড়িতে। কারণ উরফির পরনে সবুজ আঁটোসাটো পোশাকের সঙ্গে হাতে ছিল দস্তানা। তার উপরেই অভিনেত্রী পরেছিলেন সোনালি রঙের চূড়ি। তার পোশাকের সঙ্গে একেবারে মানানসই ওই চূড়ি দেখে ফটো-শিকারিরাও উরফি তারিফ না করে থাকতে পারেননি। সেই মুহূর্তে উরফির জবাব শুনে হতবাক হয়েছেন অনেকে। পাশাপাশি তার সততার জন্য প্রশংসায় ভরিয়ে দিলেন নেটাগরিকরা।