শুষ্ক আবহাওয়ায় অপরিবর্তিত থাকতে পারে তাপমাত্রা
দেশের অনেক জায়গায় বিশেষ করে গ্রামাঞ্চলে এখন শীতের আমেজ, কমেছে তাপমাত্রা। চলতি মাসে দিন ও রাতের তাপমাত্রা আরও কমতে থাকবে। তবে নভেম্বর মাসে তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নামার কোনো আশঙ্কা নেই। জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
শনিবার (৫ নভেম্বর) পঞ্চগড়ের তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২১ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। শুক্রবার (৪ নভেম্বর) সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ ডিগ্রি সেলসিয়াস ছিল টেকনাফে।
আবহাওয়াবিদ খো. হাফিজুর রহমান বলেন, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। আগামী তিনদিনে আবহাওয়া পরিস্থিতি সামান্য পরিবর্তন হতে পারে।