সেমিতে যেতে ইংল্যান্ডের দরকার ১৪২ রান
টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভে সেমিফাইনালে ওঠার লক্ষ্যে শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে ইংল্যান্ড। বাঁচা-মরার এই ম্যাচে টস জিতে ইংল্যান্ডকে বোলিংয়ে পাঠিয়েছে শ্রীলঙ্কা।
প্রথমে ব্যাট হাতে লঙ্কানদের সংগ্রহ ৮ উইকেটে ১৪১ রান। এর মধ্যে নিশাঙ্কার ৪৫ বলে ৬৭ রানের ইনিংস। ইংলিশদের পক্ষে মার্ক উড ৩টি উইকেট পান।
টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনাল খেলার স্বপ্ন এরই মধ্যে শেষ হয়ে গেছে শ্রীলঙ্কার। আজ ইংল্যান্ডের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচটা তাদের জন্য স্রেফ আনুষ্ঠানিকতার।
কিন্তু শ্রীলঙ্কার জন্য আনুষ্ঠানিকতার হলে কি হবে, এই এক ম্যাচের মাঝেই যে জড়িয়ে আছে দুই দলের সেমির ভাগ্য! ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়া।
অস্ট্রেলিয়া এরই মধ্যে গ্রুপ পর্বের ৫টি ম্যাচই খেলে ফেলেছে। তবে, অজিরা সেমিতে খেতে পরবে কি না তা নির্ভর করছে শ্রীলঙ্কা-ইংল্যান্ড ম্যাচের ওপর।
এই গ্রুপে নিউজিল্যান্ড ৫ ম্যাচ শেষে পয়েন্ট ৭ নিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে। কিউইদের রান রেট ২.১১৩।
অন্যদিকে ৭ পয়েন্ট পকেটে থাকলেও অস্ট্রেলিয়ার রান রেট কম। বরং ঋনাত্মক তথা মাইনাস। -০.১৭৩। এ কারণেই আফগানিস্তানের বিপক্ষে জিতলেও অজিদের সেমিফাইনাল এখনও নিশ্চিত নয়।
আজকের ম্যাচে যদি ইংল্যান্ডকে হারিয়ে দিতে পারে শ্রীলঙ্কা, তাহলে সেমিতে উঠে যাবে অস্ট্রেলিয়াই। সে ক্ষেত্রে একসঙ্গে বিদায় নেবে ইংল্যান্ড এবং শ্রীলঙ্কা। কারণ, শ্রীলঙ্কা জিতলে তাদের পয়েন্ট হবে ৬। ইংল্যান্ডের ৫ পয়েন্টই থেকে যাবে।
তবে, শ্রীলঙ্কা যদি হেরে যায় ইংল্যান্ডের কাছে, তাহলে কোনো কথা নেই। শ্রীলঙ্কার সঙ্গে অস্ট্রেলিয়াকেও বিদায় করে দিয়ে সেমিতে উঠে যাবে ইংল্যান্ড। কারণ, এমনিতেই ইংল্যান্ডের রান রেট ভালো।
ইংল্যান্ডের একাদশ: জস বাটলার (অধিনায়ক ও উইকেটরক্ষক), অ্যালেক্স হেলস, দাওয়িদ মালান, বেন স্টোকস, লিয়াম লিভিংস্টোন, হ্যারি ব্রুক, মঈন আলী, স্যাম কারান, ক্রিস ওকস, মার্ক উড ও আদিল রশিদ।
শ্রীলঙ্কার একাদশ: কুশাল মেন্ডিস (উইকেটরক্ষক), পথুম নিসাঙ্কা, ধনঞ্জয়া ডি সিলভা, চারিথ আসালঙ্কা, ভানুকা রাজাপাকসে, দাসুন শানাকা (অধিনায়ক), ওয়ানিন্দু হাসরাঙ্গা, চামিকা করুণারত্নে, মাহিশ থিকশানা, কাসুন রাজিথা ও লাহিরু কুমারা।