আর্কাইভ থেকে ফুটবল

ড্র করেছে স্পেন-পর্তুগাল, ইতালির রুদ্রমূর্তি

প্রীতি ম্যাচে ড্র করেছে স্পেন-পর্তুগাল। একাধিক সুযোগ পেয়েও ডেডলক ভাঙ্গতে ব্যর্থ দুদল। জাতীয় দলের জার্সিতে মলিন এক ম্যাচ কাটিয়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। তবে জিতেছে ইতালি। অপ্রতিরোধ্য আজ্জুরিরা এবার ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে চেক প্রজাতন্ত্রকে।
 
ম্যাচ শুরুর আগে জানাজানি হয়েছে ২০২৩ বিশ্বকাপে যৌথ আয়োজক হতে বিড করতে চায় স্পেন ও পর্তুগাল। তার উপর ক্লাব ক্যারিয়ারে দুদলের বেশির ভাগ ফুটবলারই একে অপরের স্বতীর্থ, সাবেক বা বর্তমান। প্রীতি ম্যাচের যথার্থতা প্রমাণ করে ওয়ান্দা মেত্রপলিতানোর টানেল রূপ নিলো বন্ধুত্বের মিলনমেলায়।

স্কোর বোর্ডের সৌহার্দের ছাপ। ৯০ মিনিটেও সমতা বজায় রাখলো স্পেন-পর্তুগাল। গোলশূণ্য ড্র।
 
দুয়ারে কড়া নাড়া ইউরোর প্রস্তুতির মঞ্চ হিসেবে ম্যাচকে বেছে নিয়েছিলো দুদল। গোলের মিসের মহড়াতেও সমানে সমান স্পেন-পর্তুগাল।
 
দ্বিতীয়ার্ধ্বেও চললো স্ট্রাইকারদের হতাশা। ব্যর্থতার ষোলকলা পূর্ণ করেছেন আলভারো মোরাতা। একাধিক সুযোগ পেয়েও ডেড লক ভাঙ্গতে ব্যর্থ জুভি ফরোয়ার্ড। তার পথেই হেটেছেন ফেরান তোরেসও।

ব্যর্থতার গল্প ছিলো পর্তুগাল শিবিরেও। দিয়েগো জোতা কখনও বা ক্রিশ্চিয়ানো রোনালদো। গোলমুখে নেয়া পর্তুগীজদের একমাত্র সুযোগটিও কাজে লাগাতে পারেননি দানিলো পেরেইরা।

ইউরো শুরুর আগে মঙ্গলবার লিথুনিয়ার বিপক্ষে প্রস্তুতির শেষ সুযোগ স্পেনের। একদিন পর ইসরায়েলের মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন পর্তুগাল।

তবে ফ্রেন্ডলি ম্যাচেও ইতালির রুদ্রমূর্তি দেখেছে চেক প্রজাতন্ত্র। বোলোনিয়ায় অতিথিদের ৪-০ গোলে বিধ্বস্ত করেছে আজ্জুরিরা।

২৩ মিনিটে শুরুটা চিরো/কিরো ইমোবিলের। প্রথমার্ধ্বে ব্যবধান দ্বিগুন করেন নিকোলা বারেল্লা।

বিরতির পরও ইতালির আক্রমন সমলাতে ব্যস্ত ছিলো চেক রিপাবলিকের রক্ষণ। গোল করে ৩০তম জন্মদিন রাঙ্গিয়ে রাখলেন লরেঞ্জো ইনসিনিয়ে। ৭৩ মিনিটে স্বাগতিকদের বড় জয় নিশ্চিত করেন দোমিনিকো বেরার্দি।

২০১৮ সালের পর অপরাজিত থাকার অবিশ্বাস্য রেকর্ড নিয়ে ১২ জুন তুরস্ক ম্যাচ দিয়ে ইউরো পুনরুদ্ধার মিশন শুরু করবে রবার্তো মানচিনির ইতালি।

এএ

এ সম্পর্কিত আরও পড়ুন