আর্কাইভ থেকে দেশজুড়ে

সদরঘাট টার্মিনালে পা পিছলে পুলিশ কর্মকর্তার মৃত্যু

সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে পা পিছলে নদীতে পড়ে শাওলিন আকিব (২৮) নামে পুলিশের এক উপ-পরিদর্শকের মৃত্যু হয়েছে। তিনি রাজধানীর মালিবাগে পুলিশের স্পেশাল ব্রাঞ্চে কর্মরত ছিলেন।

রোবববার সকালে সরদঘাট টার্মিনালের ৮নং পল্টুনে এ ঘটনা ঘটে।

সদরঘাট নৌ থানার এসআই মো: শহিদুল ইসলাম জানান, এই কর্মকর্তার বাড়ি ঢাকার ডেমরা এলাকায়। তার পরিবারের লোকজন বরগুনায় বাড়ি বেড়াতে গিয়েছিলেন। রোববার সকাল ৭টায় তাদের রিসিভ করতে সদরঘাট টার্মিনালে যান তিনি। সেখানে লঞ্চে ওঠার জন্য সিড়িতে পা দেয়ার সাথে সাথে পিছলে পড়ে গিয়ে পল্টুনের সাথে মাথায় আঘাত লেগে নদীতে পড়ে যান তিনি। টার্মিনালের লোকজন এসময় নদীতে খোঁজাখুজি করে তার সন্ধান পায়নি।

খবর পেয়ে সেখানে যান ফায়ার সার্ভিসের ডুবুরী দল। তারা ঘন্টাখানেক চেষ্টার পর পানি থেকে আকিবকে উদ্ধার করতে সক্ষম হয়। পেরে তাকে নিযে মিটফোর্ড হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে গেলে কতর্ব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এসআই শহিদুল ইসলাম আরও জানান, নিহতের স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ স্বজনদের কাছে বুঝিয়ে দেয়া হয়েছে।

মুনিয়া

এ সম্পর্কিত আরও পড়ুন