একদিন পর জানালেন বিয়ের পিঁড়িতে বসছেন না মালাইকা
গতকাল (শনিবার) নিজের ছবি দিয়ে ইনস্টাগ্রামে লিখেছিলেন, ‘আমি ‘হ্যাঁ’ করেছি’। আর তারপরেই মালাইকার পোস্টে হইচই পড়ে যায় নেটমাধ্যমে। সকলেই ধরে নেন অর্জুন কাপুরকে বিয়ের জন্য ‘হ্যাঁ’ বলেছেন অভিনেত্রী। তবে আদতেও তেমন কিছুই নয়। এখনই বিয়ের পিঁড়িতে বসছেন না মালাইকা আরোরা।
নিজের ইঙ্গিতপূর্ণ পোস্টের খোলসা তিনি নিজেই করেছেন। জানিয়েছেন, একটি রিয়ালিটি শো-এর প্রস্তাবে ‘হ্যাঁ’ বলেছেন তিনি। শোয়ের নাম ‘মুভিং ইন উইথ মালাইকা’। আগামী মাসের ৫ তারিখ থেকে ডিজনি প্লাস হটস্টারে দেখা যাবে এই অনুষ্ঠান। এই অনুষ্ঠানের সুবাদে অভিনেত্রীর জীবনের নানা খুঁটিনাটি জানতে পারবে মানুষ।
খান পরিবারের পুত্রবধূ ছিলেন মালাইকা। আরবাজ খানের সঙ্গে বিচ্ছেদের পর অর্জুন কাপুরের প্রেমে পড়েন অভিনেত্রী। তাদের মধ্যে বয়সের ফারাক প্রায় ১২ বছর। তা নিয়ে কম কটাক্ষ শুনতে হয়নি তাদেরকে। যদিও তারা সেইসব দিকে কান দেননি। এদিন অভিনেত্রীর পোস্টে অনেকেই ভেবেছিলেন, বিয়ে করতে চলেছেন বলিউডের এই হটেস্ট তারকা জুটি। তবে এমনটা হচ্ছে না এখনই। এই মুহূর্তে কাজ নিয়ে ব্যস্ত উভয়ই।