প্রেমিক আদিলের বিরুদ্ধে মামলার খবরে ক্ষুব্ধ রাখি
শিরোনামে আসার একটি সুযোগও মিস করেন না এন্টারটেইনমেন্ট কুইন রাখি সাওয়ান্ত। প্রায় প্রতিদিনই নেটমাধ্যমে রাখি-আদিল সম্পর্ক নিয়ে চর্চা হয়ে থাকে।
শার্লিন চোপড়ার সঙ্গে দ্বন্দের মাঝে খবর মিলেছিল প্রেমিক আদিল খানের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছেন রাখি সাওয়ান্ত। পরবর্তীতে সেই খবর ভুয়ো বলে জানিয়েছেন অভিনেত্রী।
জানা গেছে, শার্লিনের বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করেছেন রাখি। এদিকে শোনা গিয়েছিল, আদিল খানের বিরুদ্ধে দায়ের হয়েছে মামলা। মিডিয়ার সামনে এই প্রসঙ্গে রাখি বলেন, ‘আমি সবাইকে হুঁশিয়ার করছি। আমার আর আদিলের মাঝখানে যদি কেউ আসে, তাহলে আমি তাকে ছেড়ে কথা বলব না। আমি ওশিওয়ারা পুলিশ স্টেশনে গেছিলাম। লোকে আমার আর আদিলের বিরুদ্ধে মিথ্যে খবর ছড়াচ্ছে। সমস্ত কিছু ভুয়া। আমি জানিনা তারা মিথ্যে খবর প্রকাশ করে, কী আনন্দ পাচ্ছে।
এন্টারটেইনমেন্ট কুইন বলেন, ‘আমি এফআইআর দায়ের করেছি কিন্তু শার্লিন চোপড়ার বিরুদ্ধে। আদিলের বিরুদ্ধে কোনও মামলা দায়ের করিনি। আদিল আর আমার জুটি ‘দো হাঁসো কা জোড়া হ্যায়’। ভগবান এই জুটি তৈরি করেছেন। কেউ যদি এটি ভাঙার চেষ্টা করে, তাহলে আমি তাকে ছাড়ব না। আমি সকাল সকাল কিছু না খেয়ে-দেয়ে পুলিশ স্টেশন এসেছি’।
সম্প্রতি ইটাইমসের সঙ্গে কথা বলেছেন রাখি সাওয়ান্ত। শার্লিন চোপড়াকে দোষারোপ করে তিনি বলেছেন, ‘তার (শার্লিন) বিরুদ্ধে আমি মামলা দায়ের করেছি। বাকি আমাদের (আদিল-রাখি) মধ্যে সব ঠিক আছে। আমাকে নিয়ে এসব গুজব কারা ছড়াচ্ছে জানা নেই। কিন্তু সব মিথ্যে। আমি শুধু একটাই অভিযোগ দায়ের করেছি, তাও শার্লিন চোপড়ার বিরুদ্ধে। কেন যে তারা আমার ব্যক্তিগত জীবনে ঢুকছে? তাদের কি কোনও কাজ নেই?’ মিডিয়ার সামনে প্রেমিক আদিলের বিরুদ্ধে পুলিশ মামলা করার গুজবের তীব্র নিন্দা করেছেন রাখি।
উল্লেখ্য, শোনা গিয়েছিল আদিল খানের বিরুদ্ধে প্রতারণা ও লাঞ্ছনার অভিযোগ এনে মামলা দায়ের করেছেন অভিনেত্রী।