আর্কাইভ থেকে জাতীয়

বিদেশি শিল্পী দিয়ে বিজ্ঞাপন বানালে গুনতে হবে সরকারি ফি

বিদেশি শিল্পীদের দিয়ে বিজ্ঞাপন বানালে সরকারকে জনপ্রতি দুই লাখ টাকা ফি দিতে হবে। অর্থাৎ দুইজন হলে চার লাখ টাকা ফি। শিল্পীপ্রতি ফি পরিশোধের এই নিয়ম রেখে এ সংক্রান্ত নীতিমালা সংশোধন করা হয়েছে। বললেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।
 
রোববার সচিবালয়ে বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির নতুন নেতাদের সঙ্গে বৈঠককালে মন্ত্রী এ তথ্য জানান। 

তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ আরো বলেন, বিদেশী শিল্পী দিয়ে চলচ্চিত্র ও বিজ্ঞাপন নির্মাণ করে তা টেলিভিশনে চালালে বিজ্ঞাপণদাতার পাশাপাশি বিজ্ঞাপন প্রচারকারী টেলিভিশনকেও এককালীন ২০ হাজার টাকা করে দিতে হবে।
 
দেশীয় চলচ্চিত্র ও বিজ্ঞাপনে বিদেশি অভিনয় শিল্পী, কলাকুশলী, সংগীতজ্ঞ, সংগীতশিল্পী অংশগ্রহণ বিষয়ে নীতিমালা (২০২১ সংশোধিত) করেছে সরকার।
 
তথ্যমন্ত্রী বলেন, দেশিয় শিল্পী ও শিল্প রক্ষায় এই সংশোধন করা হয়েছে।

এস

এ সম্পর্কিত আরও পড়ুন