আর্কাইভ থেকে জাতীয়

বজ্রপাতের ৩ ঘণ্টা আগে পূর্বাভাস দিবে ঢাকা বিশ্ববিদ্যালয়!

৩ ঘণ্টা আগে বজ্রপাতের পূর্বাভাস দিতে পারবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান বিভাগ। দুই বছরের গবেষণায় এই সক্ষমতা অর্জন করেছে তারা। তবে এ জন্য দরকার সরকারি অনুমতি।
 
বজ্রপাত নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে দুর্যোগ ব্যবস্থাপনা এক শিক্ষকের ২০১৯ সালে করা গবেষণায় দেখা যায়, দেশে বজ্রপাতের ৫৮ ভাগই হয় বর্ষাকালে। আর ৫৬ ভাগ হতাহতের ঘটনা ঘটে দুপুর ও বিকেলে। এছাড়া, বর্জ্রপাতে নিহতের ৯৫ ভাগই ঘটে ঘরের বাইরে অবস্থানকারীদের মধ্যে। যাদের ৪৮ ভাগই কৃষক। 

গেলো বৃহস্পতিবার ও শুক্রবার ৪৮ ঘন্টার ব্যবধানে বজ্রপাতে মৃত্যুর শিকার হন ১৩ জন। এমনি করে, দেশে বজ্রপাতে প্রতি বছর মারা যায় অন্তত দেড়শো মানুষ। বিশ্বের কোনো-কোনো দেশ বজ্রপাতের পূর্বাভাস ৩০ মিনিট আগ দিতে পারলেও, এদেশে তেমন কোনো ব্যবস্থা নেই। তবে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান বিভাগের দাবি, ৩ ঘন্টা আগেই পূর্বাভাস দিতে সক্ষম তারা। 

তবে, অস্ট্রেলিয়ার কার্টিন বিশ্ববিদ্যালয়ের আর্থ অ্যান্ড প্ল্যানেটরি বিভাগের শিক্ষক আশরাফ দেওয়ান বলছেন, পূর্বাভাস গুরুত্বপূর্ণ। তবে গ্রামীণ জনপদে ব্যাপক সচেতনতাই বড় সমাধান। 
 
বিশেষজ্ঞরা বলছেন, ঘূণিঝড় বা বন্যার মতো বজ্রপাতকেও অত্যন্ত গুরুত্বের সাথে নিয়ে আগাম প্রস্তুতি নিশ্চিত করতে হবে।

এস

এ সম্পর্কিত আরও পড়ুন