গুলি, পিস্তল ও চাকুসহ আটক ২
পঞ্চগড়ের দেবীগঞ্জে ঢাকাগামী নৈশকোচ নাবিল পরিবহনে তল্লাশি চালিয়ে ৮ রাউন্ড গুলি, একটি পিস্তল ও একটি চাকু সহ দুই যাত্রীকে আটক করেছে দেবীগঞ্জ থানা পুলিশ।
আটককৃতরা হলেন ,বগুড়া জেলার সূত্রাপুর গোহাইল রোড এলাকার মোশারফ হোসেনের ছেলে মাসুম কামাল মাসুম (৫৭) ও একই জেলার দক্ষিণ ধাওয়াপাড়া এলাকার শাজাহান আলীর ছেলে আহসান হাবিব (৪০)।
গেলো রোববার (১৩ নভেম্বর) রাত ১১টায় পঞ্চগড়ের দেবীগঞ্জে,দেবীগঞ্জ থেকে ঢাকাগামী নাবিল পরিবহনের একটি নৈশকোচ থেকে তাদের আটক করা হয়।
আজ সোমবার (১৪ নভেম্বর) দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল হোসেন বিষয়টি নিশ্চিত করেন।
পুলিশ জানায়, রোববার সকালে তারা দেবীগঞ্জের গাজকাঠি বাজারে ঘুরাফেরা করছিলো, ওইদিন রাতেই তারা বাড়ির উদ্দ্যেশে ঢাকাগামী নাবিল পরিবহনের যাচ্ছিলো, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ নাবিল পরিবহনের ওই নৈশকোচটিতে অভিযান চালালে তাদের কাছ থেকে ৮ রাউন্ড গুলি,একটি পিস্তল ও একটি চাকুসহ তাদের আটক করা হয়।
দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, আটককৃতদের জিজ্ঞাসাবাদ চলছে। তারা পঞ্চগড়ে কি উদ্দ্যেশে এসেছিলেন। তাদের কাছে থাকা অস্ত্রের লাইসেন্সের ফটোকপি তারা আমাদের দেখাচ্ছে। সব কিছু খতিয়ে দেখার পর মামলার বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।