জাপানে শক্তিশালী ভূমিকম্পের হানা
জাপানে ৬.১ মাত্রার ভূমিকম্পের প্রভাবে কেঁপে উঠেছে টোকিও ও আশেপাশের অন্যান্য শহর। তবে আগ থেকে কোনো সুনামি সতর্কতা জারি করা হয়নি। আজ সোমাবার (১৪ নভেম্বর) আন্তর্জাতিক সংবাদ সংস্থা এএফপির দেয়া এক প্রতিনেদনে এই তথ্য পাওয়া যায়।
জাপানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এনএইচকে জানিয়েছে, ভূমিকম্পে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। এ ছাড়া ফুকুশিমা পরমাণুকেন্দ্রগুলোতে কোনো অস্বাভাবিকতা দেখা যায়নি।
যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ জানায়, আজ জাপানে আঘাত হানা ভূমিকম্পের মাত্রা ছিল ৬.১।
ভূমিকম্পটির শক্তিশালী কম্পন অনুভূত হয় টোকিওর উত্তরে ফুকুশিমা এবং ইবারাকিতে। যদিও এ দুটি অঞ্চল ভূমিকম্পের উৎপত্তিস্থল থেকে কয়েকশ কিলোমিটার দূরে অবস্থিত।
ভূমিকম্পের পর সাময়িকভাবে শিনকানসেন বুলেট ট্রেন এবং টোকিও মেট্রো বন্ধ করে দেয়া হয়েছিল, তবে কিছুক্ষণ পর আবার চালু হয়েছে।