নারী আইনজীবীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
রাজধানীর শ্যামপুরের একটি বাসা থেকে মিতু ফকির (২৫) নামে এক নারী আইনজীবীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় আটক করা হয়েছে ওই নারীর আইনজীবী স্বামী মো. মিরাজকে।
শুক্রবার (১৮ নভেম্বর) রাত নয়টার কিছু সময় পর ঘটনাস্থলে যায় পুলিশ। এ সময় বাসার একটি রুমে ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় মরদেহ দেখতে পায় তারা। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ পাঠানো হয় ঢাকা মেডিকেলে।
শ্যাম্পুর থানার ওসি মফিজুল আলম গণমাধ্যমকে বলেন, শ্যামপুরস্থ করিমুল্লাহবাগ ইস্টার্ন হাউজিংয়ের একটি বাড়ির ৫ম তলার ফ্ল্যাটের একটি কক্ষে ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস লাগানো ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। মরদেহ উদ্ধার করে তা মর্গে প্রেরণ করা হয়েছে। মৃতের স্বজনদের মৌখিক অভিযোগের ভিত্তিতে তার স্বামীকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে।
এএসআই হাসান আরও জানান, মাত্র তিন মাস পূর্বে তাদের বিয়ে হয়। স্বামী এবং স্ত্রী- দুজনেই পেশায় আইনজীবী। মিতুর বাবার নাম মোশারফ ফকির। বাড়ি মাদারীপুর জেলায়। বিস্তারিত তদন্ত করে দেখা হচ্ছে।