আর্কাইভ থেকে লাইফস্টাইল

যত্নে থাকুক প্রিয় সম্পর্ক...

যত্নে থাকুক প্রিয় সম্পর্ক...

যত্ন না নিলে একটা সময়ের পর শিথিল হতে থাকে সম্পর্কের সুতো। প্রেম বা দাম্পত্যও এ ক্ষেত্রে ব্যতিক্রম নয়। সঙ্গীর সঙ্গে কথা কাটাকাটি বা মনোমালিন্য হতেই পারে। কিন্তু অভিমানের রেশ কাটার পর কয়েকটি কাজ করলেই এড়ানো যেতে পারে ভুল বোঝাবুঝির পাহাড়।

রাগারাগির পর্ব শেষ হলে সঙ্গীর সঙ্গে ঠান্ডা মাথায় কথা বলুন। ভালবাসার মানুষটিকে কাঠগড়ায় না তুলে নিজের অনুভূতির কথা তাকে বুঝিয়ে বলুন।

আপনার সঙ্গীর বক্তব্য বোঝার চেষ্টা করুন। তার কোনও অভিযোগ থাকলে তা উড়িয়ে দেবেন না।

ঝগড়ার পর একে অপরকে বোঝার চেষ্টা করুন। ভুলত্রুটি না ধরে ভবিষ্যতে এ ধরনের পরিস্থিতি কীভাবে এড়ানো যায়, তা নিয়ে আলোচনা করুন।

সঙ্গীর কোন কথাগুলি আপনাকে আঘাত করেছে, সেগুলো তাকে খুলে বলুন। সঙ্গীর কোনও কথা আপনার খারাপ লেগে থাকলে, সেই বিষয়েও তার সঙ্গে আলোচনা করুন।

আপনি যদি কোনও ভুল করে থাকেন, তবে সঙ্গীর কাছে ক্ষমা চেয়ে নিন। জেদ করে নিজের জায়গায় অনড় থাকলে সমস্যার সমাধান হবে না। বরং বাড়বে সম্পর্কের দূরত্ব, ইতি টানতে হবে একটা সুন্দর প্রেমের গল্পের।

এ সম্পর্কিত আরও পড়ুন