আর্কাইভ থেকে এশিয়া

চীনে মার্সিডিজ বেঞ্জের উৎপাদন বৃদ্ধি

চীনে মার্সিডিজ বেঞ্জের উৎপাদন বাড়ানোর উদ্যোগ নেয়া হয়েছে। ডেইমলার এজি ও চীনের বিআইসির যৌথ উদ্যোগে দুটি কারখানার সক্ষমতা বাড়ানো কাজ চলছে।
 
আশা করা হচ্ছে এতে মার্সিডিজ বেঞ্জ গাড়ির তৈরীর সক্ষমতা ৪৫ শতাংশ বৃদ্ধি পাবে। গত বছর চীনে রেকর্ড ৬ লাখ ১১ হাজার গাড়ি বিক্রি করে বিবিএসি। যা ২০১৯ সালের তুলনায় ৮ শতাংশ বেশি। সেই সাথে যৌথ উদ্যোগে আরো একটি বৈদ্যুতিক গাড়ির কারখানা তৈরীর কাজ চলছে। 

আগামী বছর ডেইমলার চীনের গিলির সাথে যৌথ উদ্যোগে বাজারে বৈদ্যুতিক গাড়ি নিয়ে আসবে।

এ সম্পর্কিত আরও পড়ুন