১ কোটি ৩০ লাখ টাকার খাবার খেলেন এক বসাতেই
আনন্দ করে বন্ধুদের সঙ্গে হোটেলে খেতে গিয়েছিলেন এক ব্যক্তি। মন ভরে খাবার খাওয়া ও পান করা দুটিই করেছিলেন। কিন্তু তারপর তার হাতে যে বিল পান তা দেখে মনে আর আনন্দের লেশমাত্র রইল না। কারণ বিলে লেখা টাকার অঙ্কটি অত্যধিক বেশি। শুনতে অবাক লাগলেও সেই হোটেলে মাত্র কয়েকজনের খাবার বিল হয়েছিল ১ কোটি ৩০ লাখ টাকা! এক বসাতেই এতো টাকার খাবার খেলেন তারা।
শুনতে অবাক লাগলেও আবু ধাবির এক হোটেলে খাওয়ার পর প্রায় দেড় কোটি টাকার বিল ধরানো হল এক ব্যক্তিকে। হোটেলের মালিক নুসরত গোকচা। প্রাথমিক ভাবে নাম শুনে এই ব্যক্তিকে চেনা না গেলেও, তার ছবি দেখলে যে কেউ একে চিনে ফেলবেন। পেশাগত ভাবে তিনি এক বড় রেস্তরাঁর রাঁধুনি। কিন্তু মাঝে মধ্যেই বিভিন্ন ভঙ্গীমায় রান্না করে সেই ভিডিও নেট মাধ্যমে প্রকাশ করেন তিনি। আর নিমেষের মধ্যেই সেই ভিডিও হয়ে যায় ভাইরাল।
নেট দুনিয়া তার পরিচয় ‘সল্ট বেই’ নামে। বর্তমানে সেই নামেই অধিক জনপ্রিয় এই ব্যক্তি। কিন্তু এছাড়াও তার নাম খবরের শিরোনামে উঠে আসার এক অদ্ভুত কারণ রয়েছে। তার রেস্তোরাঁর যেকোনও খাবারের দাম নাকি অত্যধিক বেশি। সেই ধারা বজায় রেখেই এবার তার রেস্তরাঁয় বিল হলো এক কোটিরও বেশি টাকা। নিজেই সেই বিলের ছবি নেট মাধ্যমে প্রকাশ করেছেন তিনি।
জানা গেছে, আবুধাবিতে অবস্থিত তার এই হোটেলে যেকোনও খাবারের দামই অত্যধিক বেশি। বোধহয় সেকথা না জেনেই নিজের কিছু বন্ধুকে সঙ্গে নিয়ে এখানে খেতে ঢুকেছিলেন এক ব্যক্তি। সেখানে খাবার খাওয়ার পাশাপাশি মদ্যপানও করেছিলেন তারা। কিন্তু সবমিলিয়ে তাদের বিল হয় প্রায় ১ কোটি ৩০ লাখ টাকা। তার উপর ট্যাক্স হিসেবে যোগ করা হয় আরও ৭ হাজার টাকা।
যদিও এই বিলের ছবি প্রকাশ করে বেশ গর্ববোধ করেছেন সল্ট বেই। তার মতে খাবারের মান ভালো হলে তা বহুমূল্য হিসেবেই ধরা হয়।