সীমান্তবাসীর মাঝে বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও ঔষধ বিতরণ
কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তবর্তী জনসাধারণের মাঝে বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও ঔষধ বিতরণ উপলক্ষ্যে মেডিকেল ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।
সোমবার (২১ নভেম্বর) সকাল সাড়ে ১১ টার দিকে উপজেলার সীমান্তবর্তী কাশিপুর ইউনিয়নের পশ্চিম অনন্তপুর হাফেজিয়া মাদ্রাসার মাঠে লালমনিরহাট ১৫ ব্যাটালিয়নের ব্যবস্থাপনায় বিনামূল্যে প্রায় দুই হাজার সীমান্তবাসীর মাঝে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করা হয়।
প্রধান অতিথি লালমনিরহাট ১৫ ব্যাটালিয়নের উপঅধিনায়ক মেজর আসিফুল ইসলাম সিদ্দিকী বিনামূল্যে মেডিকেল ক্যাম্পেইনের শুভ উদ্বোধন করেন। এ সময় অনন্তপুর ক্যাম্পের নায়েক সুবেদার অমলেন্দু বৌদ্ধ, হাবিলদার দিলীপ কুমার, মহসীন আলীসহ বিজিবির অনেকেই উপস্থিত ছিলেন। বাড়ীর কাছে বিজিবির উদ্যোগে বিনামূল্যে উন্নতমানের চিকিৎসাসেবা ও ঔষধ পেয়ে লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নকে ধন্যবাদ জানিয়েছেন সেবা গ্রহীতারা ।
প্রধাব অতিথি জানান, লালমনিরহাট ১৫ ব্যাটেলিয়নে নিজস্ব চিকিৎসক দিয়ে প্রতিমাসে সীমান্তবর্তী জনসাধারণের মাঝে বিনামূল্যে মেডিকেল ক্যাম্পের মাধ্যমে চিকিৎসাসেবা প্রদান করা হয়। বিজিবির বিনামূল্যে চিকিৎসাসেবা কর্মসূচি অব্যাহত থাকবে। সেই সঙ্গে লালমনিরহাট ১৫ বিজিবি প্রতিনিয়ত সীমান্তে বিভিন্ন অপরাধ মূলক কর্মকান্ড রোধ করাসহও বিভিন্ন ধরণের সচেতনা মুলক প্রচার-প্রচারনা চালিয়ে যাচ্ছে।