গাইবান্ধা সরকারি কলেজে আন্তঃ বিভাগ টুর্নামেন্ট খেলার উদ্বোধন
গাইবান্ধা সরকারি কলেজের আয়োজনে আন্তঃ বিভাগ ফুটবল ও ভলিবল টুর্নামেন্ট খেলার উদ্বোধন করা হয়েছে।
সোমবার (২১ নভেম্বর) গাইবান্ধা সরকারি কলেজ মাঠে এ খেলার উদ্ধোধন করা হয়।
উদ্ধোধনী খেলায় সভাপতিত্ব করেন অত্র কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ খলিলুর রহমান প্রধান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান আবু বকর সিদ্দিক।
বক্তব্য রাখেন, উপাধাক্ষ প্রফেসর ড. মোঃ সবুর উদ্দিন, হামিদ কলিম, মাসুদুর রহমান, আব্দুল কাইয়ুম আজাদ, গাইবান্ধা পৌরসভার মেয়র মতলুবর রহমান, গাইবান্ধা জেলা ক্রীড়া অফিসার আলমগীর হোসেন প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সহকারি অধ্যাপক এবি,এম জিল্লুর রহমান এবং ইংরেজি বিভাগের অনার্স চতুর্থ বর্ষ শিক্ষার্থী সম্পা দেব।
উদ্বোধনী দিনে সকাল ১০ টায় প্রথম ধাপে বাংলা বনাম রসায়ন বিভাগ খেলা অনুষ্ঠিত হয়। উক্ত খেলায় বাংলা বিভাগকে চার এক গোলে পরাজিত করে রসায়ন বিভাগ। দ্বিতীয় ধাপে পদার্থবিজ্ঞান বিভাগকে পরাজিত করে দুই শূন্য গোলে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ। ৩০ নভেম্বর ফাইনাল খেলার মধ্য দিয়ে এ খেলা শেষ হবে।