গ্রেপ্তার হয়েছে জঙ্গি ছিনতাইয়ের ঘটনায় এজাহারনামীয় আসামি : আইজিপি
জঙ্গি ছিনতাইয়ের ঘটনায় ইতোমধ্যে এজহারনামীয় এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। বাকীদের ধরতে অভিযান চালাচ্ছে পুলিশ। যে কোনো অপ তৎপরতা রোধে সতর্ক রয়েছে পুলিশ। বললেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন।
আজ বুধবার (২৩ নভেম্বর) দুপুরে রাজশাহীতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। রাজশাহী মেট্রোপলিটন পুলিশ লাইন্স একাডেমিতে মাদক ও সন্ত্রাস বিরোধী সমাবেশের প্রধান অতিথি ছিলেন তিনি।
এছাড়াও বিএনপির ৩ ডিসেম্বরের সমাবেশ ঘিরে দলটির নেতাকর্মীদের ধরপাকড়ের অভিযোগের বিষয়ে আইজিপি বলেন, কাওকে হয়রানী করা হচ্ছে না। যাদের বিরুদ্ধে মামলা রয়েছে ও সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিচ্ছে পুলিশ।