গোল শূন্য ড্র করলো সাবেক রানার্সআপরা
গ্রুপ পর্বের প্রথম ম্যাচে মরক্কোর সাথে গোল শূন্য ড্র করলো গেলো বিশ্বকাপের রানার্সআপ ক্রোয়শিয়া। আল বায়াত স্টেডিয়ামে নিজেদের থেকে ১০ ধাপ পিছিয়ে থাকা মরক্কোর বিপক্ষে গোলের দেখা পায়নি লুকা মদ্রিচ, পিয়ানিচরা।
শক্তির দিক থেকে ক্রোয়োশিয়া এগিয়ে থকলেও মাঠে মরক্কোর বিরুদ্ধে দাপট দেখাতে পারেনি তারা। বল পজিসনে এগিয়ে থাকলেও তারা শট নিয়েছে মরক্কোর থেকেও কম। খেলায় ৬৫ ভাগ বল দখলে নিয়ে তারা শট নেয় মাত্র ৫টি, যার মধ্যে মাত্র ২ টি ছিল শট অন টার্গেটে।
অপরদিকে বল দখলে পিছিয়ে থাকা মরক্কো শট নিয়েছিল মোট ৮ টি। যেখানে অন টার্গেট ছিল মাত্র ২ টি। ক্রোয়েশিয়া একের পর এক আক্রমণের চেষ্টা করলেও মরক্কোর ডিফেন্ডারদের কারণে সুবিধা করে উঠতে পারেনি তারা।
এর আগে, প্রথমার্ধে ৫৯ শতাংশ বল দখল ছিল ক্রোয়েশিয়ার এবং শট নেয় মোট ৪ টি, যার একটি ছিল শট অন টার্গেট। আপরদিকে ৪১ শতাংশ বল দখলে নিয়ে মরক্কো প্রথমার্ধে গোলপোস্টের দিকে ৫টি শট নিলেও অন টার্গেটে ছিল না একটাও।