আর্কাইভ থেকে দেশজুড়ে

স্বামী পরিত্যক্তার সন্তানের বাবা কে ? ৫ জনের নামে মামলা

ঝালকাঠির রাজাপুরে স্বামী পরিত্যক্তা বুদ্ধিপ্রতিবন্ধী নারীর সন্তান প্রসবের ঘটনায় মামলা হয়েছে। সন্তানের পিতৃ পরিচয় খুঁজে বের করার জন্য এ মামলা দায়ের করা হয়েছে।

বুধবার সকালে পাঁচজনকে আসামি করে মামলাটি করেন ওই নারীর বড় বোন সুখি বেগম (৪৫)।

গত ৩ জুন সকালে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় পুত্র সন্তানের জন্ম দেন বুদ্ধিপ্রতিবন্ধী স্বামী পরিত্যক্তা ওই নারী। তিনি মা হলেও সন্তানের বাবা কে হতে পারে তা নিয়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়।

মামলার বাদী সুখি বেগম দাবী করেন, তাঁর ছোট বোন একজন বুদ্ধিপ্রতিবন্ধী। ১৫ বছর আগে তাঁর বিয়ে হয়। ১২ বছর বয়সী তাঁর একটি পুত্র সন্তান রয়েছে। ৮ বছর আগে স্বামী তাকে তালাক দিলে ভিক্ষা করেই জীবন চলতো তার। তিন মাস আগে বোনের শাররিক পরিবর্তন দেখে তাঁর সন্দেহ হয়। এ বিষয়ে বোনকে জিজ্ঞেস করলে পেটের ভেতরে টিউমার হয়েছে বলে সে জানায়।

মামলার বাদী তাঁর বোনকে ধর্ষণের বিচারের পাশাপাশি সদ্য জন্ম নেওয়া শিশুর পিতৃ পরিচয় খুঁজে বের করার দাবি জানিয়েছেন।

রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শহিদুল ইসলাম বলেন, এজাহারে যাদের নাম রয়েছে প্রথমে তাদের ডিএনএ পরীক্ষা করা হবে।পরে  সন্দেহভাজনদেরও ডিএনএ পরীক্ষা করা হবে। সন্তানটির আসল বাবাকে খুঁজে বের করার জন্য যা করা দরকার পুলিশের পক্ষ থেকে তাই করা হবে।

মুনিয়া

এ সম্পর্কিত আরও পড়ুন