গাইবান্ধায় বিএসটিআইয়ের অভিযানে জরিমানা
গাইবান্ধার পলাশবাড়ীতে বিএসটিআইয়ের মোবাইল কোর্টের অভিযানে জরিমানা এক প্রতিষ্ঠানকে ত্রিশ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (২৪ নভেম্বর) জেলার পলাশবাড়ি উপজেলার প্রশাসনের সহযোগিতায় বিভিন্ন এলাকায় এ মোবাইল কোর্ট পরিচালনা করে।
অভিযানে বিএসটিআই হতে মান যাচাই না করে ও নকল মোড়কে ব্রেড, বিস্কুট উৎপাদন ও বিক্রয় বিতরণ করার অপরাধে জেসমিন বেকারিকে ত্রিশ হাজার জরিমানা করা হয়। এছাড়া রাশেদ ট্রেডার্স, কালিবাড়ী রোড, পলাশবাড়ী ফিলিং স্টেশন মোবাইল মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। মেবাইল কোর্ট পরিচালনা করেন পলাশবাড়ী'র উপজেলা নির্বাহী জনাব মোঃ কামরুজ্জামান। এসময় উপস্থিত ছিলেন বিএসটিআইয়ের মোঃ দেলোয়ার হোসেন মোঃ আলমাস মিয়া। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান বিএসটিআই ।