প্রেমের গুঞ্জনে সরব হলেন কৃতি শ্যানন
বলিপাড়ায় আবারও প্রেমের গুঞ্জন এবার নাকি প্রভাসের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছেন কৃতি শ্যানন। চারিদিক যখন সরগরম এই খবরে, তখনই মুখ খুললেন এ নায়িকা।
বেশ কিছু দিন ধরেই বলিপাড়ায় গুঞ্জন এবার নাকি প্রেমের সম্পর্কে জড়িয়েছেন কৃতি শ্যানন এবং প্রভাস। শোনা গিয়েছিল, ‘আদিপুরুষ’-এর সেটেই নাকি হাঁটু গেঁড়ে কৃতিকে প্রেম নিবেদন করেন প্রভাস। এই প্রসঙ্গ আরও বেশি উস্কে দিয়েছেন বরুণ ধওয়ান। তবে কৃতি বা প্রভাস দু’জনেই চুপ ছিলেন।
অবশেষে মৌনতা ভেঙেছেন এ নায়িকা। নিজের ইনস্টাগ্রামে স্পষ্ট করলেন যে এ সম্পূর্ণ রটনা। এমন কিছুই ঘটনা ঘটেনি।
কৃতি লিখেছেন, “এটা প্রেমও নয় আবার কোনও জনসংযোগের পন্থাও নয়। আমার ‘ভেড়িয়া’ রিয়্যালিটি শো-য়ে গিয়ে আসলে একটু বেশিই জংলি হয়ে উঠেছিল। তার মজা তাই ভয়ঙ্কর রটনার রূপ নিয়েছে।” নায়িকা আরও লিখেছেন, “কোনও সংবাদমাধ্যম আমার বিয়ের তারিখ ঘোষণা করার আগে সকলকে জানাতে চাই এই খবর সম্পূর্ণ মিথ্যা।”
প্রসঙ্গত, ‘ভেড়িয়া’র প্রচারের ফাঁকে বরুণের বেফাঁস মন্তব্যের দরুন তৈরি হয় এত গুঞ্জন। তিনি বলেন, “কৃতি এখন যাকে ডেট করছেন, তিনি ব্যস্ত দীপিকা পাড়ুকোনের সঙ্গে অন্য একটি ছবির শুটিংয়ে।” আর এ কথা শোনার পরই দুয়ে দুয়ে চার করেন সবাই। তবে সেই সব জল্পনায় পানি ঢেলে দিলেন কৃতি।