শিশু ধর্ষণচেষ্টায় বৃদ্ধের ১০ বছরের কারাদণ্ড
রাঙ্গামাটিতে শিশু ধর্ষণচেষ্টা মামলায় গোপাল কৃষ্ণ নাথকে (৬০) ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন রাঙ্গামাটি নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল।
বুধবার (৩০ নভেম্বর) দুপুর সাড়ে ১২টায় আদালত এ রায় দেন। এ বিষয়টি নিশ্চিত করেছেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এ ই এম ইসমাইল হোসেন।
তিনি বলেন, আসামি গোপাল সাত বছরের শিশুকে ধর্ষণচেষ্টা করে। বিষয়টি প্রমাণিত হওয়ায় আসামিকে নারী ও শিশু নির্যাতন দমন আইন মোতাবেক ১০ বছরের কারাদণ্ড এবং আরও ৫ লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও দুই বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।
ঘটনার তদন্ত শেষে পুলিশের রিপোর্ট, ভিডিও ও সাক্ষীদের সাক্ষ্য গ্রহণ শেষে আদালত আজ এই রায় প্রদান করেন।
উল্লেখ্য, গেলো ২১ এপ্রিল ২০১৯ তারিখে আসামী গোপাল শিশুকে ধর্ষণচেষ্টা করে। বিষয়টি জানাজানি হলে একই দিন শিশুটির বাবা কাউখালী থানায় মামলা দায়ের করে।