আর্কাইভ থেকে দেশজুড়ে

পঞ্চগড়ে ট্রাক্টর চাপায় শিশুর মৃত্যু

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় ট্রাক্টরের নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

নিহত ওই শিশুর নাম-  চাপায় রাজন। তার বয়স ১০। শিশুটি ওই গ্রামের হবিবর রহমানের ছেলে। সে স্থানীয় হারাদিঘী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীতে পড়ালেখা করতো।

আজ শনিবার (৩ ডিসেম্বর) উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নের চরকডাঙ্গি এলাকায় এ দূর্ঘটনাটি ঘটে। বিষয়টি নিশ্চিত করেন তেতুঁলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈদ চৌধুরী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ফসলি জমিতে প্রতিবেশি কয়েকজন শিশুর সাথে ক্রিকেট খেলছিল রাজন। খেলার সময় তাদের খেলার ক্রিকেট বলটি রাস্তার ধারের একটি পাখুঁরী গাছের নিচে গেলে বল আনতে দৌড়ে যায় সে। এসময় পাশের একটি ক্ষেতে মাটি নিতে সড়ক থেকে নামছিল একটি ট্রাক্টর। পাখুঁরী গাছের কারণে ট্রাক্টর চালক ও রাজন একে অপরকে দেখতে না পাওয়ায় রাজনের মাথার উপর দিয়ে ট্রাক্টরের সামনের চাকা চলে যায়। এসময় মাথায় গুরুতর আঘাত পেয়ে অতিরিক্ত রক্ত ক্ষরণ হয়।

পরে স্থানীয়দের সহায়তায় তাকে দ্রুত উদ্ধার করে তেতুঁলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথেই তার মৃত্যু হয়।

এ সম্পর্কিত আরও পড়ুন