আর্কাইভ থেকে বিএনপি

নয়াপল্টনের সামনে ককটেল বিস্ফোরণ

বিএনপির নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে এতে কেনো হতাহতের ঘটনা ঘটেনি।

আজ শনিবার (৩ ডিসেম্বর) সন্ধ্যা সোয়া ৬টার দিকে কার্যালয়ের সামনের সড়কে ডিভাইডারের পাশে এই বিস্ফোরণ ঘটে। কে বা কারা এই ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে তা জানা যায়নি।

এ বিষয়ে পল্টন থানার পরিদর্শক (তদন্ত) সেন্টু মিয়া গণমাধ্যমকে বলেন, আমরা শুনেছি সন্ধ্যার দিকে পল্টনে বিএনপির কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে কী কারণে কে বা কারা ককটেল নিক্ষেপ করেছে তা এখনও জানা যায়নি। এ বিষয়ে আমরা তদন্ত করছি।

পল্টন মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সালাহউদ্দীন মিয়া বলেন, নয়াপল্টনে ককটেল বিস্ফোরণের ঘটনায় কয়েকজনকে আটক করা হয়েছে। তাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। সংশ্লিষ্টতা পাওয়া না গেলে জিজ্ঞাসাবাদ শেষে তাদের ছেড়ে দেয়া হবে।

এ সম্পর্কিত আরও পড়ুন