আর্কাইভ থেকে বাংলাদেশ

করোনার আগে হাজারো বন্যপ্রাণী বিক্রি হতো উহানের মার্কেটে

মহামারি করোনাভাইরাস ছড়িয়ে পরার আগে কয়েক হাজার বন্যপ্রাণী বিক্রি করা হয়েছিল চীনের উহান শহরের মার্কেটগুলোতে। সম্প্রতি ব্রিটেন ও চীনের গবেষকদের নতুন একটি গবেষণায় উঠে এসেছে এ তথ্য।

চীনের সাউথ চায়না মর্নিং পোস্টের উদ্বৃতি দিয়ে জাস্টআর্থনিউজ জানায়, ব্রিটিশ এবং চীনা গবেষকদের এই গবেষণায় উহান নগরীর সক্রিয় প্রাণী ব্যবসার ওপর আলোকপাত করা হয়েছে। এটি দীর্ঘদিন ধরেই করোনা প্রকোপের সম্ভাব্য উৎস হিসেবে বিবেচিত হয়ে আসছে।

বন্যপ্রাণী বিক্রির সর্বাধিক রেকর্ড এখনো বিস্তারিতভাবে প্রকাশ না পেলেও গবেষকরা ধারণা করছে, মহামারির প্রাদুর্ভার শুরু হওয়ার আগে দেড় থেকে দুই বছরের মধ্যে উহানের বিভিন্ন মার্কেটে বিক্রি হয়েছিল ৪৭ হাজারের বেশি বন্যপ্রাণী।

ওই প্রতিবেদনে বলা হয়, অনেকেই বিশ্বাস করে, চীনের উহানের একটি ল্যাব থেকে কোভিড-১৯ এর উৎপত্তি। আর সেখান থেকেই বিশ্বব্যাপী ছড়িয়ে পড়েছে ভাইরাসটি।

 

এসএন

এ সম্পর্কিত আরও পড়ুন