আর্কাইভ থেকে জাতীয়

বিএনপি এতো মানুষের জায়গা দেবে কোথায়: স্বরাষ্ট্রমন্ত্রী

১০ ডিসেম্বরে সমাবেশে যদি ২০ থেকে ২৫ লাখ মানুষ হয়, কোথায় এতো মানুষের জায়গা দেবে বিএনপি। এমন কোনো জায়গা আছে তাদের স্থান দেয়ার। জানতে চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

বুধবার (৭ ডিসেম্বর) দুপুরে রাজধানীর বিজয় সরণিতে ইউনিয়ন ব্যাংক লিমিটেড এর শাখা উদ্বোধন অনুষ্ঠান শেষে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যদি কেউ ধ্বংস করতে চায়। অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে চায় তাহলে আইনশৃঙ্খলাবাহিনী তাদের অর্পিত দায়িত্ব পালন করবে।

আসাদুজ্জামান খান কামাল বলেন, সমাবেশ করতে সরকারের কোনো বাধা নেই। বিএনপি একটি রাজনৈতিক দল। তারা তাদের কাজ করবেই এখানে সরকারের বলার কিছু নেই। আমরা সবসময় বলে আসেছি নিয়ম মেনে চলতে হবে।

বিএনপি বলছে ২০-২৫ লাখ মানুষের সমাবেশ ঘটাবেন। আপনাদের কাছে আমাদের প্রশ্ন, এতো মানুষকে কোথায় বসাবেন? ঢাকায় এমন কোনো জায়গা আছে যেখানে এতো মানুষের স্থান দেয়া যায়?

তিনি আরও বলেন, আর সেজন্যই আমাদের পুলিশ কমিশনার বলেছেন, যেখানে বড় বড় সমাবেশ হয় সোহরয়ার্দী উদ্যানে। সেখানেই সমাবেশের অনুমতি দেয়া হয়েছে। রাস্তা ছাড়া যদি বড় উন্মুক্ত জায়গা হয় তাহলে ডিএমপি অনুমতি দেবে।

যান চলাচল বন্ধ করলে তার আইন রয়েছে। নয়া পল্টনে সমাবেশ করলে রাস্তা বন্ধ হয়ে যাবে। জনগণের চলাচল বিঘ্নিত হবে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিএনপি কেন পল্টনে সমাবেশ করতে চায় তা চিন্তার বিষয়। তারা যেভাবে ঘোষণা দিচ্ছেন, ওইখানে বসেই তারা রাষ্ট্র পরিচালনা করবেন। তাহলে সরকার সেইভাবেই আইন অনুযায়ী ব্যবস্থা নেবে।

 

এ সম্পর্কিত আরও পড়ুন