আর্কাইভ থেকে ইউরোপ

বেলজিয়ামে ন্যাটো সম্মেলন শুরু

বেলিজিয়ামের রাজধানী ব্রাসেলসে শুরু হয়েছে ন্যাটো শীর্ষ সম্মেলন। সোমবার সম্মেলনে অংশ নিতে ব্রাসেলসে পৌঁছেছে যুক্তরাষ্ট্রসহ ৩০টি সদস্য দেশের নেতারা।

স্নায়ুযুদ্ধ পরবর্তী সময়ে এখন আবারও রাশিয়া-ন্যাটোর মধ্যে সম্পর্কের অবনতি হয়েছে। সম্মেলনের শুরুতেই এ মন্তব্য করেছেন ন্যাটো মহাসচিব জেন্স স্টোলটেনবার্গ। পাশাপাশি চীনকে কঠোর বার্তা দিতে ন্যাটোভূক্ত দেশগুলোর রাষ্ট্র ও সরকারপ্রধানদের প্রতি আহ্বান জানিয়েছেন জোটটির মহাসচিব।

ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন মন্তব্য করেছেন, চীনের সঙ্গে নতুন করে স্নায়ুযুদ্ধ বাধাতে চায় না ন্যাটোর দেশগুলো।

এদিকে, রাশিয়ার বিরুদ্ধে বেলারুশ দখলের অভিযোগ তুলেছে লিথুয়ানিয়া। ইতোমধ্যে সিরিয়া ও লিবিয়া ইস্যুতে তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে বৈঠক করেছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। 

সম্মেলনের সাইডলাইন বৈঠকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে তুর্কি প্রেসিডেন্ট এরদোয়ানের বৈঠক করার কথা রয়েছে।   

 

এসএন

এ সম্পর্কিত আরও পড়ুন