পুড়ে যাওয়া লরিতে ছিল ২৭ হাজার লিটার ডিজেল
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ৩ নং গেটের ট্যাংক লরিতে আগুন লাগার ঘটনায় পুড়ে যাওয়া লরি দুটির একটিতে ২৭ হাজার লিটার ডিজেল ছিল। সেটি থেকে আরেকটি লরিকে ডিজেল লোড করার সময় জেনারেটরের স্পার্ক থেকে এই আগুনের সূত্রপাত বলে জানিয়েছে ফায়ার সার্ভস।
প্রথম আগুন লাগা তেলবাহী ট্রাকটি আলিফ এন্টারপ্রাইজ নামে একটি প্রতিষ্ঠানের। ওই ট্রাকের মালিকের নাম গোলাম মোস্তফা বলে জানা গেছে।
আজ বুধবার সকাল ১০টা ১২ মিনিটে নির্মাণাধীন তৃতীয় টার্মিনালে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট আধা ঘণ্টারও বেশি সময় চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণ আনতে সক্ষম হন। তবে এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
শাহজালাল বিমানবন্দরে নিরাপত্তার দায়িত্বে থাকা এপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার জিয়াউল হক জানান, থার্ড টার্মিনাল নির্মাণে তেল সরবরাহের কাজে নিয়োজিত একটি লরিতে হঠাৎ আগুন ধরে যায়। ওই লরিটি থেকে তেল আরেকটিতে তেল লোড করার সময় ব্যবহৃত জেনারেটরের স্পার্ক থেকে আগুন ধরে যায়। ট্রাকটি আলিফ এন্টারপ্রাইজের। সেটিতে ২৭ হাজার লিটার ফুয়েল ছিল।
শাহজালাল বিমানবন্দরের পরিচালক কামরুল ইসলাম জানান, ঘটনার পরপরই ফায়ার সার্ভিসের বিভিন্ন ইউনিট ছুটে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।