আর্কাইভ থেকে ক্রিকেট

জুটি গড়ে দ্বিতীয় সেশনটা ভারতের

প্রথম সেশনে বেশ দাপট দেখিয়েছিলেন বাংলাদেশের বোলাররা। দ্রুতই ঘুরে দাঁড়ায় চেতেশ্বর পূজারারা। দলকে টেনে নেয়ার দায়িত্ব নেন পূজারা ও শ্রেয়াস আইয়ার। দ্বিতীয় সেশন শেষে ১৭৪ রান নিয়ে চা বিরতিতে চায় তারা।

প্রথম সেশন শেষে ২৬ ওভারে ৩ উইকেট হারিয়ে ভারতের সংগ্রহ দাঁড়ায় ৮৫ রান। আর দ্বিতীয় সেশনের শুরুতেও ভারতীয়দের চাপে রেখেছিল টাইগাররা। ১১২ রানেই ৪ উইকেট তুলে নেয় স্বাগতিকরা।

বুধবার (১৪ ডিসেম্বর) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে সকাল সাড়ে নয়টায় টসে হেরে বোলিংয়ে নামা বাংলাদেশকে প্রথম সাফল্য এনে দেন তাইজুল ইসলাম।

তবে দ্রুতই ঘুরে দাঁড়ায় চেতেশ্বর পূজারারা। দলকে টেনে নেওয়ার দায়িত্ব নেন পূজারা ও শ্রেয়াস আইয়ার। দ্বিতীয় সেশন শেষে ১৭৪ রান নিয়ে চা বিরতিতে চায় তারা।

এর আগে লাঞ্চের পরপরই ভয়ংকর হতে থাকা রিশাভ পান্তকে ফেরান মেহেদি হাসান মিরাজ। মিরাজের দেওয়া ডেলিভারিটা এড়াতে চাইলেও তা ব্যাটে লেগে স্ট্যাম্প স্পর্শ করে। স্ট্যাম্পের বেল পরে গেলে ৪৫ বলে ৪৬ করে ফিরে যান পান্ত।

ম্যাচের প্রথম ইনিংসের তৃতীয় সেশনে ব্যাট করছে ভারতীয়রা। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৬৪ ওভার শেষে ভারতীয়দের সংগ্রহ চার উইকেটে ২০৫ রান। ভারতীয় দুই ব্যাটার পূজারা ৬২ এবং আয়ার ৫২ রানে অপরাজিত আছেন।

প্রথম ঘণ্টাটা প্রায় অনায়াসে কাটিয়ে দিচ্ছিল ভারত। ওপেনিং জুটিতেই ৪১ রান তুলে নেয় এই দুই ব্যাটার। ইংনিসের ১৪তম ওভারে টাইগারদের প্রথম সাফল্য এনে দেন তাইজুল। তাইজুলের ফুলার লেন্থে করা বলটা প্যাডলড সুইপ করে ইয়াসির রাব্বির হাতে ক্যাচে দিয়ে ২০ রানে ফিরে যান শুভমান গিল। এরপরই ভারতীয় ব্যাটারদের চেপে ধরে টাইগাররা। ভারতীয়দের ব্যাটিং লাইনআপ ক্রমেই ভেঙে পড়ে।

এর পাঁচ ওভার পরই আঘাত হানেন খালেদ আহমেদ। লোকেশ রাহুলকে ফেরান ২২ রানে। ১৯তম ওভারে রাহুলকে বোল্ড করে প্যাভিলিয়নের পথ দেখান এই বোলার।

তৃতীয় উইকেট জুটিতে মাত্র এক রানে ফেরেন যান বিরাট কোহলি। তাইজুলের ঘূর্ণিতে লেগ বি ফোরের ফাঁদে পড়ে বেশিক্ষণ টিকতে পারেননি ভারতের সেরা এই ব্যাটার। রিভিউ নিয়েও তার শেষ রক্ষা হয়নি।

 

এ সম্পর্কিত আরও পড়ুন