আর্কাইভ থেকে করোনা ভাইরাস

বিশ্বে করোনায় মোট মৃত্যু প্রায় সাড়ে ৩৮ লাখ

বিশ্বব্যাপী করোনাভাইরাসের চোখ রাঙানি এই কমেছে তো এই বাড়ছে। মারণ ভাইরাসে আক্রান্ত হয়ে গেল ২৪ ঘন্টায় মারা গেছে আরও নয় হাজারের বেশি মানুষ। একই সময়ে ভাইরাস সংক্রমণ শনাক্ত হয়েছে প্রায় চার লাখ মানুষের শরীরে।

ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, গেল ২৪ ঘণ্টায় করোনাভাইরাসের কবলে সবচেয়ে বেশি আক্রান্ত শনাক্ত হয়েছে ব্রাজিলে। প্রতিদিনের সংক্রমণ আর মৃত্যুতে আবারও শীর্ষে থাকা দেশটিতে একদিনে মারা গেছে দুই হাজার ৭শ’ জনের কাছাকাছি। নতুন সংক্রমণ শনাক্ত হয়েছে প্রায় ৮৬ হাজার। দেশটিতে মোট আক্রান্ত শনাক্তের সংখ্যা ছাড়িয়েছে এক কোটি ৭৬ লাখ। মোট মৃতের সংখ্যা চার লাখ ৯৩ হাজার।

ভারতে গেল ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে এক হাজার ৪১১ জন। সংক্রমণ শনাক্ত হয়েছে ৬৭ হাজার ২৯৪ জনের শরীরে। দেশটিতে মোট আক্রান্ত শনাক্ত দুই কোটি ৯৭ লাখ। মোট মৃতের সংখ্যা ছাড়িয়েছে তিন লাখ ৮১ হাজার।

এদিকে বুধবার আর্জেন্টিনায় করোনায় মারা গেছে ৬৪৬ জন। আরেক ল্যাটিন দেশ কলম্বিয়াতেও মারা গেছে ৬শ’র কাছাকাছি মানুষ।

তবে মৃত্যু ও সংক্রমণ অনেকখানি কমে গেছে যুক্তরোষ্ট্রে। এদিন দেশটিতে প্রাণ গেছে ৪১৯ জনের।

পুরো বিশ্বে মহামারিতে মোট মৃত্যু ছাড়িয়েছে ৩৮ লাখ ৪৮ হাজার। মোট আক্রান্ত শনাক্ত হয়েছে প্রায় ১৭ কোটি ৭৮ লাখ।

 

এসএন

এ সম্পর্কিত আরও পড়ুন