রাজশাহীতে অপহৃত ২ শিশু উদ্ধার
রাজশাহীতে অপহৃত দুই খেলনা বিক্রেতা শিশুকে উদ্ধারের পাশাপাশি অপহরণকারী চার যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলো- রাজশাহী নগরীর শাহমখদুম থানার খিরশিন টিকর দাড়ার ধারের শাহজাহান আলীর ছেলে রাজু ইসলাম (২৬), মোজদার আলীর ছেলে সজিবুল ইসলাম (২৬), সাইদুল ইসলামের ছেলে শাকিল (২৩) ও একই এলাকার ফকিরপাড়ার জাক্কার আলীর ছেলে মোখলেছুর রহমান (২৬)।
আজ শুক্রবার (১৬ ডিসেম্বর) ভোরে পবা থানাধীন ভালাম গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে নগরীর শাহ মখদুম থানা পুলিশ।
এর আগে বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) দুপুরে নগরীর সিটি হাট এলাকা থেকে ওই শিশুদের অপহরণ করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে খেলনা বিক্রি করে বাড়ি ফিরছিলেন ওই দুই শিশু। নগরীর সিটি হাট এলাকা এলে তাদের আটক করে বাইকে তুলে নিয়ে যায় অপহরণকারীরা। পরে ভুক্তভোগীদের অভিভাবকদের কাছ থেকে ৭০ হাজার টাকা চাঁদা দাবি করা হয়।
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কমিশনার আবু কালাম সিদ্দিক বলেন, আমাদের কাছে অপহরণের অভিযোগ এলে শুক্রবার রাতেই সাইবার টিমের সহায়তা নিয়ে অভিযান চালিয়ে দুই ভুক্তভোগীকে উদ্ধার এবং চারজন অপহরণকারীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। আর উদ্ধার শিশুদের তাদের অভিভাবকের কাছে দেয়া হয়েছে।