আর্কাইভ থেকে দেশজুড়ে

রাজশাহীতে করোনায় আক্রান্তদের ৪০ শতাংশই গ্রামাঞ্চলের

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হওয়া করোনা রোগীদের ৪০ শতাংই গ্রামাঞ্চলের এবং বেশিরভাগই নিম্ন আয়ের। সংক্রমণের বিস্তার ঠেকাতে গ্রামেও কঠোর বিধিনিষেধ আরোপ প্রয়োজন বলে মনে করেন বিশেষজ্ঞরা। করোনা শুধু শহরে হয় এ ধারণা থেকে বের হয়ে এসে সচেতন হওয়ার তাগিদ চিকিৎসকদের।
 
দেশে করোনা শনাক্তের পর পেরিয়েছে এক বছরের বেশি। এখনও কুসংস্কারে আচ্ছন্ন গ্রামাঞ্চলের বহু মানুষ। ভয়ংকর ভাইরাসটি নিয়েও নেই বিন্দুমাত্র মাথা ব্যাথা।

এতদিন কোনার ভয়ংকর থাবা দেখেছে রাজধানী ঢাকাসহ বিভাগীয় ও জেলা শহর। ঈদের পর থেকে ভারতীয় ভ্যারিয়েন্টে নাজুক সীমান্ত জেলাগুলো।রাজশাহী অঞ্চলের সবচেয়ে বড় হাসপাতালটিতে এখন গ্রামের করোনা রোগীর সংখ্যা ৪০ শতাংশ। এঅবস্থায় ভুল ভাঙছে গ্রামাঞ্চলের অনেকের।

সংশ্লিষ্টরা বলছেন,করোনার বর্তমান ভ্যারিয়েন্টটি শহর নয় গ্রামাঞ্চল থেকেই ছড়িয়েছে। ই সচেতন হতে হবে সব মহলের মানুষকে।

গত ১৬ দিনে রাজশাহী মেডিকেলে কোনা আক্রান্ত এবং উপসর্গে মারা গেছেন ১৬১জন।আর ৩১০ শয্যার বিপরীতে সেবা নিচ্ছেন বিভিন্ন জেলার ৩৪৫জন রোগী।

এএ

এ সম্পর্কিত আরও পড়ুন