আর্কাইভ থেকে করোনা ভাইরাস

পর্যটকদের জন্য খুলেছে তাজমহলের দরজা

করোনার সেকেন্ড ওয়েভে নাকাল ভারতে সংক্রমণ কমতে শুরু করেছে। পরিবর্তিত পরিস্থিতিতে আবারও খুলেছে বিশ্বের সপ্তম আশ্চর্যর অন্যতম নিদর্শন তাজমহল।

করোনা মহামারির প্রভাবে দুই মাস বন্ধ থাকার পর পর্যটকদের জন্য আবারো খুলে দেওয়া হয়েছে তাজমহল। দেশটিতে করোনার প্রকোপ কিছুটা কমে যাওয়ায় বুধবার থেকে তাজমহল খুলে দেওয়া হয়।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, ভারতের কেন্দ্রীয় সরকারের নির্দেশে ভারতীয় পুরাতত্ত্ব সর্বেক্ষণের অধীনে থাকা সৌধগুলো আবারো খুলে দেওয়া হয়েছে। করোনা সংক্রমণ কমতেই খুলে গেছে তাজমহলের দরজা।

বিশ্বব্যাপী করোনার প্রথম ঢেউ শুরু হলে গেল বছরের মার্চে মুঘল সম্রাট শাহজাহানের তৈরি ১৭ শতকের এই নির্দশনটি বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। পাঁচ মাস পর ওই বছরের সেপ্টেম্বরে তাজমহলটি খুলে দেওয়া হয়। চলতি বছরের এপ্রিলে করোনার দ্বিতীয় ঢেউ শুরু হওয়ার পর আবারো তাজমহল বন্ধ করে দেওয়া হয়।

তবে কর্তৃপক্ষ জানিয়েছে, একবারে ৬৫০ জনের বেশি পর্যটককে তাজমহলের ভেতরে প্রবেশ করতে দেওয়া হবে না। এজন্য আগে থেকে অনলাইনে টিকেট কাটতে হবে।

 

এসএন

এ সম্পর্কিত আরও পড়ুন