চকবাজারের আগুন নিয়ন্ত্রণে, কয়েক কোটি টাকার ক্ষতি
চকবাজারে ইমামগঞ্জের একটি হার্ডওয়্যার মার্কেটে শনিবার (১৭ ডিসেম্বর) মধ্যরাতে আগুন লাগে। প্রায় দুই ঘণ্টা পর আগুণ নিয়ন্ত্রণে এসেছে। আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করেছে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট।
আগুনে ৭-৮টি দোকান ও গোডাউন পুড়ে গেছে। এতে কয়েক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি স্থানীয় বাসিন্দা ও দোকানিদের।
রোববার (১৮ ডিসেম্বর) রাত ২টায় পুরান ঢাকার চকবাজারে ইমামগঞ্জ বাজার লেনে ক্ষতিগ্রস্তরা এসব কথা বলেন।
আগুন নিয়ন্ত্রণে লালবাগ, সদরঘাট ও পলাশী ব্যারাক ফায়ার স্টেশনের ১০টি ইউনিট কাজ করে।
শেষ খবর পাওয়া পর্যন্ত হতাহতের কোনো ঘটনা ঘটেনি।
আগুন নিয়ন্ত্রণে আনার পরেও ফায়ার সার্ভিস তাদের কাজ অব্যাহত রেখেছে বলে জানা গেছে।