আর্কাইভ থেকে ফুটবল

পুত্র থিয়াগোর আবেগঘন পোস্ট বাবা মেসিকে

আধুনিক ফুটবলের রাজপুত্রর হাতে বিশ্বকাপ দেখার প্রার্থনায় গোটা বিশ্ব। তৃতীয়বার বিশ্বকাপ জিতে ইতিহাস রচনা থেকে মাত্র এক কদম দূরে মেসির আর্জেন্টিনা।

ফ্রান্স-আর্জেন্টিনা ম্যাচের ফুটন্ত আঁচ থেকে বাদ যায়নি মেসি পুত্র ছোট্ট থিয়াগোও। বিশ্বকাপ ফাইনালের আগে মেসির বড় ছেলে নিজের নোটবুকে বাবা মেসির জন্য একটি আবেগঘন বার্তা লেখে। সেটা নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করেন মেসির স্ত্রী আন্তোনেলা রোকুজো। সেই খোলা চিঠিতে কী লেখেছেন থিয়াগো?

প্রথমেই আর্জেন্টিনার একটি বিখ্যাত গানের প্রথম লাইন লেখেন মেসি পুত্র। ফুটবলের সঙ্গে জড়িত এই থিম সং। আর্জেন্টিনায় এই গান খুবই জনপ্রিয়। প্রত্যেক ম্যাচে স্টেডিয়ামে উপস্থিত অ্যালবিসিলেস্তে ফ্যানরা এই গান করেন। এই গান দিয়েগো মারাদোনা এবং লিও মেসিকে নিয়ে। ১৮৮৬ সালে আর্জেন্টিনাকে বিশ্বকাপ জেতানোর পাশাপাশি সেরা ফুটবলার হয়েছিলেন মারাদোনা। এবার নিজের আদর্শকে ছোঁয়ার হাতছানি মেসির সামনে।

এর পাশাপাশি থিয়াগো চিঠিতে লেখেছে, 'আর্জেন্টিনার সব মানুষ, সমস্ত সমর্থক শুধু তোমার দিকে তাকিয়ে আছে। বাবা তুমিই সবার আশা এবং ভরসা।' আর্জেন্টিনার অধিনায়কের গোটা পরিবার জানে এই মুহূর্তটা মেসির কাছে কতটা গুরুত্বপূর্ণ। তাই সবদিক থেকে তাঁর পাশে আছে পরিবার। বিশ্বকাপের শুরু থেকেই আন্তোনেলা তিন ছেলেকে নিয়ে দোহায় রয়েছেন। আর্জেন্টিনার সব ম্যাচেই মাঠে উপস্থিত থাকছেন। পরে মাকেও কাতারে উড়িয়ে নিয়ে গিয়েছেন মেসি। ফাইনালে ওঠার পরের দিন প্র্যাকটিস থেকে ছুটি নিয়ে দোহায় পরিবারের সঙ্গে কাটান মেসি। যা ফাইনালের আগে আরও উদ্বুদ্ধ করবে লিওকে।

এ সম্পর্কিত আরও পড়ুন