কক্সবাজারে এ যাবতকালের সবচেয়ে বড়ো ইয়াবার চালান আটক করেছে পুলিশ
কক্সবাজার জেলা পুলিশের গোয়েন্দা বিভাগের একটি টিম ছদ্মবেশ ধারণের মাধ্যমে কক্সবাজার সদর উপজেলার চৌফলদণ্ডী নৌঘাট এলাকা থেকে একটি ফিশিং ট্রলার ভর্তি ১৪ লাখ ইয়াবার চালান জব্দ করে। এ সময় দুই ইয়াবাকারবারীকে আটক করেছে। কক্সবাজার জেলায় এটিই এ যাবতকালের সবচেয়ে বড়ো ইয়াবার চালান আটকের ঘটনা বলে জানিয়েছেন পুলিশ।
আজ মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে কক্সবাজারের পুলিশ সুপারের মোহাম্মদ হাসানুজ্জামানের নেতৃত্বে পুলিশ এ অভিযান চালায়।
গ্রেপ্তারকৃতরা হচ্ছেন: কক্সবাজার উত্তর নুনিয়াছড়া এলাকার নজরুল ইসলামের ছেলে জহুরুল ইসলাম ও একই এলাকার মোজাফ্ফরের ছেলে বাবু।
কক্সবাজারের পুলিশ সুপার হাসানুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ খবর পায় যে মিয়ানমার থেকে সমুদ্র পথে ইয়াবার একটা বড়ো চালান সদর উপজেলার চৌফলদণ্ডী ব্রিজের কাছে নৌঘাটে এসে ভিড়বে। গোপন এই তথ্যের ভিত্তিতে জেলা পুলিশের গোয়েন্দা বিভাগের টিম শ্রমিকের ছদ্মবেশ ধারণ করে ঘাটে অবস্থান নেয়। দুপুরে ফিশিং ট্রলারটি ঘাটে আসলেই পুলিশ অভিযান শুরু করে এবং ইয়াবাসহ ট্রলারটি আটক করে।
পুলিশের কয়েকটি দলের সমন্বয়ে চালানো এই অভিযানে এই ট্রলার থেকে ইয়াবা ভর্তি সাতটি বস্তা উদ্ধার করা হয়।এসব বস্তায় ১৪০টি ইয়াবার প্যাকেট পাওয়া যায় যাতে ১০ হাজার করে সর্বমোট ১৪ লাখ ইয়াবা আছে বলে জানান পুলিশ সুপার।
পুলিশ সুপার আরও জানান, এই চালানের সঙ্গে একটি চক্র জড়িত। এই চক্রের দুইজনকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়েছে। চক্রের অন্যান্য সদস্যদের ব্যাপারে খোঁজ নেয়া হচ্ছে। আটক দুই জনই ইয়াবা কারবারের বড়ো গডফাদার।
শেখ সোহান