আজও কমতে পারে রাতের তাপমাত্রা
উত্তরে জেঁকে বসতে শুরু করেছিলো শীত। তবে কিছুটা বাড়ার পর ফের রাতের তাপমাত্রা কমের দিকে যাচ্ছে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
মঙ্গলবার (২০ ডিসেম্বর) আবহাওয়া অধিদপ্তরের ওয়েবসাইট থেকে এ তথ্য জানা যায়।
এতে বলা হয়, সোমবার (১৯ ডিসেম্বর) মধ্যরাত থেকে আজ সকাল পর্যন্ত সারাদেশে মাঝারি থেকে ঘনকুয়াশা পরতে পারে।
এছাড়া, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে।
মঙ্গলবার সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১১ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস, পঞ্চগড়ের তেঁতুলিয়ায়। এদিন সকালে ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ১৪ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস, যা আজ সকালে বেড়ে ১৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস হয়েছে।