আর্কাইভ থেকে বাংলাদেশ

প্রথম জয়ের খোঁজে আর্জেন্টিনা, প্রতিপক্ষ উরুগুয়ে

কোপা আমেরিকার এবারের আসরে প্রথম জয়ের খোঁজে আর্জেন্টিনা। দ্বিতীয় ম্যাচে আলবিসেলেস্তেদের প্রতিপক্ষ উরুগুয়ে। ব্রাসিলিয়ার মানে গারিঞ্চায় ম্যাচটি শুরু কাল ভোর ছয়টায়। তার আগে রাত তিনটায় চিলি বলিভিয়া লড়াই।
 
২০২১ সালটা যেনো অলক্ষুণে আর্জেন্টিনার জন্য। বিশ্বকাপ বাছাইয়ের দু ম্যাচ সবশেষ কোপা আমেরিকার একটি। তিন ম্যাচের সবগুলোতে এগিয়ে থেকেও ড্র করতে হয়েছে লা আলবিসেলেস্তেদের। সমালোচনার তীরে বিদ্ধ তাই ১৪ বারের শিরোপা জয়ীরা। এক ঝাঁক তারকা ফুটবলার নিয়েও কেনো জয় অধরা থাকছে আর্জেন্টিনার। সেই উত্তর কোচ লিওনেল স্ক্যালোনির অজানা। উল্টো উরুগুয়েকে সমীহ করতে হচ্ছে।

আর্জেন্টিনার কোচ লিওনেল স্ক্যালোনি বলেন, “উরুগুয়ে, তাদের কোচ ও ফুটবলারদের প্রতি আমরা শ্রদ্ধাশীল। কঠিন একটা ম্যাচ অপেক্ষা করছে। সুয়ারেজ আর কাভানিকে কড়া মার্কিংয়ে রাখার চেষ্টা থাকবে।”
 
ইনজুরি মুক্ত পুরো আলবিসেলেস্তে শিবির। একটা জয় ফেরাতে পারে দলের আত্মবিশ্বাস। তাই সতীর্থদের উজ্জীবিত রাখার চেষ্টা লিওনেল মেসির। পরিসংখ্যান আর্জেন্টিনার পক্ষে। ১৮৯ ম্যাচে ৮৭ জয়ের বিপরীতে হার ৫৭টিতে। তবে শেষ দু ম্যাচ ফল আসেনি।

খুব একটা স্বস্তিতে নেই উরুগুয়েও। এ বছর ২ ম্যাচে শুধু ড্রই নয় প্রতিপক্ষের জালে গোল দিতে ব্যার্থ লা সেলেস্তেরা। তবে কোপা আমেরিকা মিশন শুরুর আগে সুসংবাদ দু ম্যাচের নিষেধাজ্ঞা কাটিয়ে ফিরছেন দূরন্ত ফর্মে থাকা অভিজ্ঞ স্ট্রাইকার এডিনসন কাভানি। এ ম্যাচকে ঘিরে বাড়তি সতর্কতা নেই দাবী উরুগুইয়ান কোচ অস্কার তাবারেজের। তবে তিনি জানেন সেই দলটায় মেসি খেলেন।

উরুগুয়ের কোচ অস্কার তাবারেজ বলেন, “এটা কোন ফাইনাল নয়। আমার কাছে শুধুই একটা ডার্বি। তবে মেসিকে নিয়ে সব কোচেরই আলাদা পরিকল্পনা করতে হয়। আমিও ব্যতিক্রম নই।”

২০১১ সালে শেষবার কোপা আমেরিকা জিতেছিলো আসরের সবচেয়ে সফল দলটি।

এস

এ সম্পর্কিত আরও পড়ুন