আর্কাইভ থেকে দেশজুড়ে

ঠাকুরগাঁওয়ে স্বামী-স্ত্রীর লাশ উদ্ধার

ঠাকুরগাঁওয়ে শহরের অদূরে নদীর পাড় থেকে এক দম্পতি, স্বামী সাইজুল ইসলাম (৪০) ও স্ত্রী আসমা বেগম (৩৫) দুইজনের লাশ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার বেলা ১১ টার দিকে পৌরসভার অদূরে বরুনাগাঁও এলাকার সেনুয়া নদীর পশ্চিম পাড় থেকে সাইজুলের ও পূর্ব পাড় থেকে আসমার গলাকাটা লাশ উদ্ধার করা হয়।

সাইজুল ইসলাম শহরের ১০ নম্বর ওয়ার্ডের আকচা কাজীপাড়া এলাকার মৃত তোবারক আলীর ছেলে এবং আসমা বেগম তার স্ত্রী ছিলেন।

পুলিশ সুত্রে জানা যায়, সুরতহাল রিপোর্ট করার সময় সাইজুলের মুখে বিষের আলামত পাওয়া গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি বিষপান করে আত্মহত্যা করেছেন।

স্থানীয় কাউন্সিলর জাহাঙ্গীর আলম জানান, আসমা সাইজুলের দ্বিতীয় স্ত্রী। প্রথম স্ত্রীর ঘরে দুই মেয়ে আর দ্বিতীয় স্ত্রীর ঘরে এক পুত্র সন্তান রয়েছে। সাইজুলের বসতভিটা দ্বিতীয় স্ত্রী তার ছেলের নামে লিখে দেয়ার জন্য স্বামী সাইজুলকে চাপ প্রয়োগ করছিলেন। অন্যদিকে প্রথম স্ত্রী তার মেয়েদের নামে ওই বসতভিটা লিখে দেয়ার জন্য সাইজুলকে চাপ দিতে থাকে। আসমা বেগমেকে গলা কেটে হত্যার পর বিষ পান করে সে আত্মহত্যা করেছে এবং পারিবারিক কলহের জের ধরেই মর্মান্তিক এই মৃত্যু ঘটেছে বলে ধারণা করা হয়।

নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে এবং এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান ঠাকুরগাঁও সদর থানার ওসি তানভীরুল ইসলাম।

মুনিয়া

এ সম্পর্কিত আরও পড়ুন