আর্কাইভ থেকে আন্তর্জাতিক

বিশ্বকাপের পর এখন অলিম্পিক আয়োজন করতে চায় কাতার

ফুটবল বিশ্বকাপের সফল আয়োজন করে গোটা বিশ্ববাসীকে তাক লাগিয়ে দিয়েছে কাতার।

এবার কাতারের লক্ষ্য ২০৩৬ সালের অলিম্পিক নিজেদের দেশে আয়োজন করা। অলিম্পিক আয়োজনের মাধ্যমে বিশ্ব ক্রীড়াঙ্গনে ফের আলোড়ন সৃষ্টি করতে চায় কাতার।

বিশ্বকাপ সফলভাবে আয়োজনের পর ইতিমধ্যেই ২০২৫ বিশ্ব টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপ কাতারে হবে বলে জানা গেছে। এমনকী ২০২৪ সালে ওয়ার্ল্ড এনড্যুওরেন্স চ্যাম্পিয়নশিপের আয়োজক হিসেবেও কাতারের নাম ঘোষণা করা হয়েছে।

২০২৩ সালেই ফের কাতারে ফিরতে চলেছে ফর্মুলা ওয়ান। ইতিমধ্যেই কাতারের বিখ্যাত রেস ট্র্যাকটিকে সংষ্কার করা হয়েছে। ২০২৩ এশিয়ান কাপ ফুটবল আয়োজন করতে চলেছে কাতার। ২০২৪ বিশ্ব সাঁতার চ্যাম্পিয়নশিপও অনুষ্ঠিত হবে কাতারে। আন্তর্জাতিক অলিম্পিক কমিটির (আইওসি) প্রাক্তন মার্কেটিং প্রধান মাইকেল পেইন বলেছেন, এই ধরনের বড় ক্রীড়াযজ্ঞ আয়োজন যেকোন দেশের জন্যই একটা বড় ব্যাপার।

প্রসঙ্গত, ফিফা সভাপতি জিয়ান্নি ইনফ্যান্তিনো বারবার বলেছেন, কাতারে সর্বকালের সেরা বিশ্বকাপ অনুষ্ঠিত হয়েছে। জানা গেছে, ২০২৫ সালে ২০৩৬ অলিম্পিক আয়োজক শহরের নাম ঘোষণা করা হবে। এর আগে ২০১৬, ২০২০ ও ২০৩২ অলিম্পিকের বিডে অংশ নিয়েছিল কাতার।

এ সম্পর্কিত আরও পড়ুন