গাইবান্ধায় ৩ ব্যবসা প্রতিষ্ঠানে জরিমানা
গাইবান্ধায় মিথ্যা তথ্য প্রদানের অপরাধে ৩ ব্যবসা প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
আজ বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) গাইবান্ধা জেলা প্রশাসন ও রংপুর বিভাগীয় বিএসটিআইয়ের উদ্যেগে এ অভিযান পরিচালিত হয়েছে। বিষয়টি নিশ্চিত করেন গাইবান্ধা জেলা প্রশাসকের কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার মৌমিতা গুহ ইভা।
তিনি বলেন, ওইসব প্রতিষ্ঠান মালিকরা মিথ্যা তথ্য প্রদানের অপরাধে তাদের অর্থদণ্ড করেন। জনস্বার্থে এমন অভিযান অব্যাহত থাকবে।
এসময় বিএসটিআইয়ের মান সনদ-ছাড়পত্র রয়েছে বলে মিথ্যা তথ্য প্রদান করার অপরাধে গাইবান্ধার পার্ক ভিউ মার্কেটের দুলু এন্ড সন্স, আলতাব স্টোর ও ইজি ফুড প্রডাক্ট দোকানে প্রত্যেককে ১০ হাজার টাকা করে মোট ৩০ হাজার টাকা জরিমান করা হয়।
এ অভিযানে রংপুর বিভাগীয় বিএসটিআইয়ের ফিল্ড অফিসার দেলোয়ার হোসেন উপস্থিত ছিলেন।