শক্ত হাতে দখলদারদের প্রতিহত করতে হবে: মেয়র আতিক
আমার সোনার বাংলা স্লোগান দিয়ে খাল ও খেলার মাঠ দখল করছে একটি চক্র। তাদেরকে শক্ত হাতে প্রতিহত করতে হবে। বলেছেন ঢাকা দক্ষিন সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম।
বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) সকালে মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানী কৃষিবিদ ইনস্টিটিউটে বীরমুক্তি যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
মেয়র আতিক বলেন, দখলদার গোষ্ঠী দেশকে ভালো না বেসে নিজেকে বেশি ভালোবাসে। তারা দেশের কথা চিন্তা না করে,নিজের ইচ্ছে মতো,দখল করে নিচ্ছে,একটার পর একটা বাড়ি,গাড়ি সব কিছু আমার সোনার বাংলা,আমি তোমায় ভালোবাসি বলে খেলার মাঠ দখল করেছে,দখলদার গোষ্ঠী। যেই খানেই যাই,যেই মাঠে যাই,দেখি সব কিছু দখল হয়ে আছে।
তিনি আরও বলেন,এখন সময় এসেছে,দখল দারদের বিরূদ্ধে প্রতিবাদ,প্রতিরোধ গড়ার। প্রধানমন্ত্রী শেখ হাসিনা অবৈধ দখলদারদের বিরূদ্ধে জিরো, টলারেন্স নীতি ঘোষণা করেছেন।
এসময় অবৈধ দখলমুক্ত করতে কাউন্সিলরসহ আওয়ামীলীগের অন্যান্য অঙ্গ সংগঠনের সহযোগিতা প্রত্যাশা করেন মেয়র আতিক।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং বিশেষ অতিথি ছিলেন বীরবিক্রম ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া।